পূর্বপুরুষের লড়াই, স্মরণে জঙ্গলমহলে আদিবাসীদের ‘গরু খুঁটা’ উৎসব

পূর্বপুরুষের লড়াই, স্মরণে জঙ্গলমহলে আদিবাসীদের ‘গরু খুঁটা’ উৎসব

1d3228ee9000b5bbc67301b521292b58

বাঁকুড়া: রাঢ় বঙ্গ তথা বাঁকুড়ার অন্যতম লোক উৎসব ‘গরু খুঁটা’। শনিবার ‘ভাইফোঁটা’ উৎসব পালনের মাঝেই জেলার বিভিন্ন অংশে চলছে ‘গরু খুঁটা’ উৎসবও৷ এদিন বাঁকুড়া শহরের উপকন্ঠে নবজীবনপুর গ্রামে গিয়ে দেখা গেল প্রাচীন ধারাবাহিকতা মেনে ‘গোরু খুঁটা’ উৎসবে সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। যা দেখতে হাজির হয়েছেন অনেকে।

শুধু বাঁকুড়া নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমগ্র জঙ্গল মহলেই এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেখা গিয়েছে এই উৎসবে মাততে৷ এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য একটি সুপুষ্ট গরু আবার কোনও কোন জায়গায় কাঁড়া অর্থাৎ পুরুষ মহিষকে গ্রামের শেষ প্রান্তে শক্ত খুঁটিতে দড়িতে বাঁধা হয়। পরে আদিবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে কোন মৃত পশুর শুকনো চামড়া দিয়ে ওই গরু বা মহিষটিকে উত্যক্ত করা হয়। আর এভাবেই আনন্দোৎসব করেন আদিবাসী সমাজের মানুষজনেরা। স্থানীয় করণ হেমব্রম, লায়েক টুডুরা বলেন, ‘‘বংশ পরম্পরায় এই অনুষ্ঠান দেখে আসছি৷ প্রতি বছরই হয়৷ তবে গত বছর করোনার জন্য সেভাবে এই উৎসব হয়নি৷’’

আর এই উৎসব পালনের পিছনে অনেকের যুক্তি, এই উৎসব পালন হল আদিব জনজাতির জীবন সংগ্রামের এক ইতিহাস। অনেক আগে জঙ্গলে মধ্যে বসবাসকারী এই সব জনজাতির পূর্বপুরুষেরা বন্য জীব জন্তুর সঙ্গে লড়াই করে টিকে থাকতেন। আর সেই লড়াই সংগ্রামের ইতিহাসকে মনে রাখতেই এই উৎসব পালন বলে মনে করেন অনেকে।
দাবির স্বপক্ষে এলাকার মোড়ল রমা টুডুর দাবি, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা সকলেই আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্যে হারিয়ে ফেলছি৷ এখন আমরা একটুতেই ক্লান্ত হয়ে পড়ি৷ অথচ আদিম যুগে আমাদের পূর্ব পুরুষদের কত কষ্ট করতে হয়েছে৷ কত লড়াই করতে হয়েছে৷ সেই স্মৃতিকে মনে রাখার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *