দিন দুপুরেই কেটে ফেলা হচ্ছে প্রাচীন বট গাছ, নির্বাক দর্শক প্রশাসন, অভিযোগ বাসিন্দাদের

দিন দুপুরেই কেটে ফেলা হচ্ছে প্রাচীন বট গাছ, নির্বাক দর্শক প্রশাসন, অভিযোগ বাসিন্দাদের

বরাহনগর: এখানে আইন থেকেও নেই৷ দিন দুপুরে প্রকাশ্যে কেটে ফেলা হচ্ছে প্রাচীন বট গাছ৷ অথচ পুলিশ প্রশাসন থেকে স্থানীয় রাজনৈতিক নেতারা সকলেই চুপ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ ঘটনাটি বরাহনগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বিটি রোডে৷

স্থানীয় সূত্রের খবর, সংশ্লিষ্ট রাস্তার ধারে একটি নির্মীয়মান আবাসন তৈরির জন্য বহু প্রাচীন বটগাছ প্রকাশ্যে দিনের আলোয় কেটে ফেলা হচ্ছে৷ এই বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা আছে৷ প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাইছেন না৷ বাসিন্দারা ভয় পাচ্ছেন প্রতিবাদ ও অভিযোগ করলে তাদের কাছে হুমকি আসতে পারে৷ তাই নেপথ্য থেকেই তাঁরা এবিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন৷

নাম প্রকাশ করব না এই শর্তে বাসিন্দারা বলছেন, আবাসন তৈরির জন্য প্রাচীন এই বট গাছ কাটা হচ্ছে৷ এর ফলে হয়তো ঠিকাদার, রাজনৈতিক নেতা এবং পুলিশের পকেট ভরবে কিন্তু এটা সম্পূর্ণ অন্যায়৷ এভাবেই হাজার হাজার গাছ বেআইনিভাবে কেটে ফেলার ফলে আজ পরিবেশ দূষিত হচ্ছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট নির্মীয়মান আবাসনের প্রোমোটারের কাছে জানতে চাওয়া হলে তিনি পুরো বিষয়টি পৌরসভার ঘাড়ে চাপিয়েছেন৷ যদিও এই বিষয়ে ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরো কর্ডিনেটর রাতুল ঘোষের দাবি, তিনি এবিষয়ে কিছুই জানেন না৷ বরাহনগর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায় বলেন, ‘‘গাছ কাটার অনুমতি পৌরসভা দেয় না৷ অনুমতি দিতে পারে কেবল বনদপ্তর৷’’ একই সঙ্গে অসাধু প্রোমোটারদের এই গাছ কাটার ঘটনাকে নিন্দনীয় ঘটনা বলেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন৷ বাসিন্দাদের অবশ্য অভিযোগ, সকলেরই মদতেই চলছে প্রাচীন বট গাছ কাটার কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =