হীরক রাজার স্মৃতি, দড়ি ধরে বাসে টান! রাজপথে গড়াল প্রতিবাদের বাস

হীরক রাজার স্মৃতি, দড়ি ধরে বাসে টান! রাজপথে গড়াল প্রতিবাদের বাস

কলকাতা: দড়ি ধরে মারো টান৷ হ্যাঁ, হীরক রাজার দেশের চিত্রই ফিরে এল বাস্তবের মাটিতে৷ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের পন্থা বেছে নিলেন বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা৷

রবিবার ছুটির দুপুরে পরিবহণ কর্মীরা দেখালেন অভিনব প্রতিবাদ৷ ডিজেলে নয়, রবিবার কলকাতার রাজপথে বাসের চাকা গড়াল দড়ির টানে৷ পোড়ানো হল মোদীর কুশপুতুলও৷ হীরক রাজার দেশে ‘কালপিট’ রাজার মূর্তিকে গ্রামবাসীরা যেভাবে টান মেরে খান খান করেছিলেন অনেকটা সেই ঢঙেই এদিন বাসের চাকা দড়িতে করে টানার পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন আন্দোলনকারীরা৷

সূত্রের খবর, মহম্মদ আলি পার্ক থেকে বাস কর্মীদের পরিকল্পনা ছিল বাসটিকে দড়িতে করে টেনে টেনে বিজেপির রাজ্য দফতর পর্যন্ত নিয়ে যাওয়া৷ বেশ কিছুটা পথ এগানোর পর অবশ্য পুলিশ আন্দোলনকারীদের পথ অবরুদ্ধ করে দেয়৷ জানিয়ে দেওয়া হয়, অশান্তির কারণেই আর এগোতে দেওয়া হবে না৷ ফলে রাজপথে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা৷ পোড়ানো হয় মোদীর কুশপুতুল৷ দেখা যায়, কার্টুনে মোদীর মুখাবয়ব বানিয়ে পাশে লেখা হয়েছে, ‘ভারতবাসী যখন উৎসবের মুখে, আমি তখন সেঞ্চুরির পথে৷’’

প্রসঙ্গত, পেট্রল আগেই ছুঁয়েছে সেঞ্চুরি৷ এবার ডিজেলও ছুঁল সেঞ্চুরি৷ এরই প্রতিবাদে এই অভিনব প্রতিবাদ বলে জানান আন্দোলনকারীরা৷ তাঁদের কথায়, যেভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে তাতে বেঁচে থাকাটাই দুরূহ হয়ে উঠছে৷ কারণ, পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সব কিছুরই দাম বাড়ছে৷ অথচ সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না৷ এরই প্রতিবাদে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 18 =