বাতিল হতে চলেছে ১৫ বছরের পুরনো ১০ লক্ষাধিক গাড়ি, চলতি সপ্তাহেই নোটিশ মালিকদের

বাতিল হতে চলেছে ১৫ বছরের পুরনো ১০ লক্ষাধিক গাড়ি, চলতি সপ্তাহেই নোটিশ মালিকদের

1b9c1646da9625159300de2927d0b15f

কলকাতা: সাধারণত, ১৫ বছরের পুরনো গাড়িগুলি থেকে দূষণ ছড়ায় সবচেয়ে বেশি৷ নির্দিষ্ট সময় পর পুরনো গাড়িগুলি বাতিল করাটাই দস্তুর৷ ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’-এর সেই নির্দেশ মেনেই এবার রাজ্য জুড়ে বাতিল হতে চলেছে ১০ লক্ষাধিক গাড়ি৷ চলতি মাসেই এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর৷ 

আরও পড়ুন- দুই নাবালক অভিযুক্তদের জামিন কীভাবে? বগটুই কাণ্ডে হলফনামা তলব

জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিশ পাঠানো শুরু করবে রাজ্য পরিবহণ দফতর। এভাবেই শুরু হবে ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিলের প্রক্রিয়া৷ এক আধিকারিকের কথায়, তিন দফায় রাজ্য জুড়ে ১০ লক্ষেরও বেশি গাড়ি বাতিল করা হবে৷ বন্ধ করা হবে পুরনো গাড়ির চলাচল৷ যাতে পরিবেশ দূষণ রোধ করা যায়৷ 

জানা গিয়েছে, মে থেকে জুন মাস পর্যন্ত চলবে শুনানি৷ এই সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের ডেকে শুনানিতে অংশ নিতে বলা হবে৷ তাঁরা যাতে রস্তায় আর তাঁদের গাড়ি না নামান, তার জন্য অনুরোধ করা হবে৷ এর পরেই শুরু হবে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করার কাজ৷ দু’মাসের শুনানি প্রক্রিয়া শেষ হলেই ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করবে রাজ্য সরকার। তার পর নির্দিষ্ট সংস্থারে গাড়িগুলি ভেঙে ফেলার অনুমতি দেওয়া হবে৷ দূষণ রুখতে মালিকদের নতুন সিএনজি এবং ইলেকট্রিক যান কেনার ক্ষেত্রে উৎসাহিত করা হবে বলেও জানিয়েছে পরিবহণ দফতর। 

কোনও মালিক পুরনো গাড়ি চালাতে চাইলে তাঁকে সেই সুযোগ দেওয়া হবে৷ এর জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা৷ বলা হয়েছে, কোনও ব্যক্তি তাঁর গাড়ি সিএনজি কিংবা বিদ্যুৎ চালিত করে নিতে চাইলে তাঁকে সেই অনুমতি দেওয়া হবে। পরিবহণ দফতরের এক আধিকারিকের কথায়, ১৫ বছর পুরনো গাড়ির ইঞ্জিন বদলে তাকে সিএনজিতে রূপান্তর করে নেওয়া হলে, পরিবহণ দফতরের কোনও আপত্তি নেই। কারণ এতে শুধু গাড়ির আয়ু অতিরিক্ত পাঁচ বছরই বাড়বে না,  সেগুলি পরিবেশ বান্ধবও হয়ে উঠবে৷ পাশাপাশি মালিকরা যাতে তাঁদের গাড়ির উপযুক্ত ‘স্ক্র্যাপ ভ্যালু’ পান,  সেই ব্যবস্থাও রাখছে পরিবহণ দফতর। 

রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, ‘শীঘ্রই মধ্যে নয়া আইন আনার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে ১৫ বছরের পুরনো যানগুলির ইঞ্জিন বদলে যাতে সিএনজি বা ইলেকট্রিক ইঞ্জিনে রূপান্তরিত করা যায় তার ব্যবস্থা করা হবে।’’