‘বাংলাশ্রী’র বাস পরিষেবা বন্ধ করছে পরিবহণ দপ্তর

বারাকপুর: অনলাইনে ৫০ শতাংশ টিকিট বুকিং না হলে বাংলাশ্রী এক্সপ্রেস বাস চালানো হবে না। বুধবার নৈহাটির ঐকতান থেকে বাস টার্মিনাসের উদ্বোধন করতে এসে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী একথা বলেন। তিনি বলেন, বাংলাশ্রী বাস আমরা কোথাও বন্ধ করিনি। যেখানে ৫০ শতাংশ ও তার বেশি সিট অনলাইনে বুকিং হচ্ছে, সেখানেই বাংলাশ্রী বাস চালানো হচ্ছে। কিন্তু, তার নীচে

‘বাংলাশ্রী’র বাস পরিষেবা বন্ধ করছে পরিবহণ দপ্তর

বারাকপুর: অনলাইনে ৫০ শতাংশ টিকিট বুকিং না হলে বাংলাশ্রী এক্সপ্রেস বাস চালানো হবে না। বুধবার নৈহাটির ঐকতান থেকে বাস টার্মিনাসের উদ্বোধন করতে এসে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী একথা বলেন। তিনি বলেন, বাংলাশ্রী বাস আমরা কোথাও বন্ধ করিনি। যেখানে ৫০ শতাংশ ও তার বেশি সিট অনলাইনে বুকিং হচ্ছে, সেখানেই বাংলাশ্রী বাস চালানো হচ্ছে। কিন্তু, তার নীচে হলে বাস চালানো হবে না। তেলের দাম তুলতে হবে। তেলের দাম সরকার দেবে না। বাম আমলের মতো নিগমকে দেউলিয়া করার কোনও ইচ্ছা আমাদের নেই।

নৈহাটি শহরে এতদিন বাস টার্মিনাস বলে কিছু ছিল না। শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার উপর বিভিন্ন রুটের বাস দাঁড়িয়ে থাকত। এতে রাস্তায় যানজট তৈরি হত। এই শহরে দীর্ঘদিন ধরে বাস টার্মিনাসের দাবি ছিল। কিন্তু, সেই দাবি পূরণ হয়নি। স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে পরিবহণ দপ্তরের হাত ধরে এই শহরে বাস টার্মিনাসের কাজ সম্পূর্ণ হল। এদিন মন্ত্রী এসে নতুন বাস টার্মিনাসের উদ্বোধন করেন। এই বাসস্ট্যান্ড থেকে একাধিক রুটের বাস ছাড়ার পাশাপাশি নৈহাটি-দীঘা, নৈহাটি-তারাপীঠ, নৈহাটি-যাদবপুর, নৈহাটি-হাওড়া হয়ে নবান্ন, নৈহাটি-বনগাঁ রুটের সরকারি বাস ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 1 =