কলকাতা: কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী নিয়োগ নিয়ে যে ঘোষণা করেছে তাতে তোলপাড় দেশ। ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে ফুঁসছে বিভিন্ন রাজ্য। জায়গায় জায়গায় প্রতিবাদ, ধর্না, বিক্ষোভ। একাধিক রাজ্যের মতো প্রভাব পড়েছে বাংলাতেও। বিক্ষোভের জেরে বিপর্যস্ত শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা৷ ঠাকুরনগরেও রেল অবরোধ করা হয়। এছাড়াও বৃহৎ ভাবে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা।
আরও পড়ুন-বিক্ষোভের মাঝে ‘অগ্নিবীর’ নিয়োগে বয়সের ছাড়, কত বছর পর্যন্ত আবেদন করা যাবে?
জানা গিয়েছে, মালদহ টাউন-লোকমান্যও তিলক এক্সপ্রেস, হাওড়া নয়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস বাতিল হয়েছে। একই ভাবে বাতিল আলিপুরদুয়ার জংশন-দিল্লি এক্সপ্রেস, দিব্রুগড় লালগড় এক্সপ্রেস, কামাখ্যা-আনন্দ বিহার এক্সপ্রেস। এছাড়াও যাত্রা লঘু করা হয়েছে ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ও জামালপুর-কিউল-ডেমুপ্যাসেঞ্জার ট্রেনের। আরও জানা গিয়েছে, পূর্বা এক্সপ্রেস, হাওড়া লালখুয়া এক্সপ্রেস, পাটনা-পাটলিপুত্র এক্সপ্রেস, দানাপুর-টাটা এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল-টাটা এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস, মালদা টাউন-কিউল এক্সপ্রেস এই ট্রেন গুলি নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে।
প্রসঙ্গত, তিন বাহিনীতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে বিহার, উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্য। দফায় দফায় চলছে বিক্ষোভ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই উত্তপ্ত আবহেই জানিয়েছেন, ‘অগ্নিপথ’ প্রকল্পে ‘অগ্নিবীর’ নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় দু’বছরের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হল৷ চার বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ করা হবে৷ প্রাথমিক ভাবে অগ্নিবীরদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা অর্থাৎ প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ। পরে তা বেড়ে প্রায় ৪৫ হাজার টাকা হবে৷ চতুর্থ বছরে অগ্নিবীররা পাবেন ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ। এই প্রকল্পের অধীনে ৪৫ হাজার ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন।