Aajbikel

আচমকা ঝড়-বৃষ্টিতে ট্রেন চলাচল ব্যাহত, শহরে গাছ পড়ল কয়েক জায়গায়

 | 
বৃষ্টি

কলকাতা: দুপুরের পর থেকেই কিছুটা মেঘলা আকাশ বিরাজ করছিল। অবশেষে বিকেলের শেষদিকে নামে স্বস্তির বৃষ্টির। শহর কলকাতা সহ একাধিক জেলায় বর্ষণ চলেছে বেশ কয়েক ঘণ্টা। সার্বিকভাবে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ট্রেন চলাচলে বেশ সমস্যা হয়েছে এদিন। আবার অন্যদিকে শহরে গাছ পড়ার ঘটনাও ঘটেছে। জানা গিয়েছে, আচমকা ঝড়-বৃষ্টিতে একদিকে যেমন ব্যাহত হয়েছে হাওড়া মেন শাখার ট্রেন চলাচল, অন্যদিকে ওভারহেডের তার বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। 

চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে, এমন আভাস দেওয়া হয়েছিল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই বৃষ্টিই আজ বিকেল থেকে হয়েছে। তাতেই একেবারে লন্ডভন্ড পরিস্থিতি শহর জুড়ে। খবর, কলকাতায় ৮৪ কিমি বেগে ঝড় বয়েছে এবং তাতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছে ডাল। একই কারণে মা উড়ালপুলের ওপর পড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট। এই কারণে যানজটের সঙ্গে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এও জানা গিয়েছে, আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে একটি গাড়ির ওপর গাছ পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। আবার ভিক্টোরিয়া এবং রেড রোডের মাঝেও একটি গাড়িতে গাছ পড়ে। 

জানা গিয়েছে, হিন্দুমোটর ও কোন্নগর স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। অন্য লাইন দিয়ে বাকি লোকালগুলিকে যাওয়ার জায়গা করে দিলেও সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়নি। তাই স্বাভাবিকভাবেই চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা।

rain1

Around The Web

Trending News

You May like