বৃষ্টির জল ভেঙে ছুটছে ট্রেন, বিপর্যস্ত পরিষেবা! জমা জলে ছাত্রের মৃত্যু

বৃষ্টির জল ভেঙে ছুটছে ট্রেন, বিপর্যস্ত পরিষেবা! জমা জলে ছাত্রের মৃত্যু

c31280c54b8478cf20eb4a4e5fcbea95

 

হাওড়া: নিম্নচাপের জেরে ভোগান্তি অব্যাহত। ট্রেন চলাচলেও প্রভাব। দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া টিকিয়াপাড়া কারশেড। ব্যাহত ট্রেন চলাচল। অতিরিক্ত বৃষ্টির ফলে টিকিয়াপাড়া কারশেড সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ায় রেল লাইনে জল জমে যায়। ফলে লোকাল, মেল এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির কম গতিতে যাতায়াত করছে।

 পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়া মালদা স্পেশাল ট্রেনটিকে নির্ধারিত সময়ের দেরিতে ছাড়া হবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত ঢুকবে অথবা ওই স্টেশন থেকে ছাড়বে। পূর্ব রেল থেকে জানানো হয়েছে কারশেডে একাধিক পাম্প চালিয়ে বৃষ্টির জমা জল নামানোর কাজ চলছে।

অন্যদিকে টিটাগর থানার অন্তর্গত মোহনপুর উত্তরপাড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার উপর জমা জলের উপর পড়ে৷ আর সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রের। শিউলি গোসাই পাড়ার বাসিন্দা শান্তি নগর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র হীরালাল রায়৷ তার দিদিকে পড়তে দিয়ে মোহনপুর উত্তরপাড়া দিয়ে বাড়ি ফিরছিল৷ আর সেই রাস্তাতেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল জলের উপর।

রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই ছাত্র। বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকে ঘটনাস্থলে আসেন টিটাগর থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা। তাকে উদ্ধার করে ডক্টর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করে। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন ঘটনা খুবই দুঃখজনক, সেই সঙ্গে তিনি এলাকার সমস্ত বিদ্যুতের তার গুলিকে কভার কেবল করার জন্য বিদ্যুৎ দপ্তর এর সঙ্গে কথা বলবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *