রেল যাত্রীকে পিটিয়ে ‘খুন’! রণক্ষত্র দেগঙ্গার, অবরোধ-আগুন

বারাসত: জেল হেফাজতে যুবকের রহস্যমৃত্যু। তদন্তের দাবি ট্রেন অবরোধ হয় দেগঙ্গার লেবুতলা স্টেশনে। রেল ট্রাকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটার ডাউন শিয়ালদা- ইছামতী লোকাল আটকে রেখে অবরোধ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ১০মিনিট পরে অবরোধ ওঠে। গত শুক্রবারের ফনির আতঙ্কে বাতিল করা হয় বারাসত-হাসনাবাদ লাইনের বহু ট্রেন। এরজেরে শুরু হয় যাত্রী

ac93197c5a4ecdfaf921594b0dce0df6

রেল যাত্রীকে পিটিয়ে ‘খুন’! রণক্ষত্র দেগঙ্গার, অবরোধ-আগুন

বারাসত: জেল হেফাজতে যুবকের রহস্যমৃত্যু। তদন্তের দাবি ট্রেন অবরোধ হয় দেগঙ্গার লেবুতলা স্টেশনে। রেল ট্রাকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটার ডাউন শিয়ালদা- ইছামতী লোকাল আটকে রেখে অবরোধ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ১০মিনিট পরে অবরোধ ওঠে। গত শুক্রবারের ফনির আতঙ্কে বাতিল করা হয় বারাসত-হাসনাবাদ লাইনের বহু ট্রেন। এরজেরে শুরু হয় যাত্রী বিক্ষোভ।

সেসময়ই জিআরপি গ্রেফতার করে গৌতম মণ্ডল নামে ওই প্রতিবন্ধী যুবককে। পরের দিন তাঁকে পেশ করা হয় বারাকপুর আদালতে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন বাড়ির লোকজন। তখনই তিনি পুলিসি অত্যাচারের ঘটনা জানান বলে অভিযোগ পরিবারে। অভিযোগ, জিআরপির লক-আপে গৌতমকে নির্মমভাবে মারধর করা হয়।

বুধবার, বাড়িতে জানানো হয় আর জি কর হাসপাতালে মৃত্যু হয়েছে গৌতমের। কিন্তু দেহ ময়নাতদন্ত করতে রাজি নয় প্রশাসন। এর প্রতিবাদে দেগঙ্গার লেবুতলা স্টেশনে অবরোধ শুরু করেন মৃতের পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রায় তিন ঘণ্টা ১০মিনিট পরে অবরোধ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *