কলকাতা: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই জ্বলছে দেশের ১৩টি রাজ্য৷ সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বিহার ও উত্তরপ্রদেশে৷ সেই বিক্ষোভের আঁচ এসে লেগেছে এ রাজ্যেও৷ শনিবার সকাল থেকেই ব্যারাকপুর স্টেশনের ১৪ নম্বর লাইনে শুরু হয় বিক্ষোভ৷ লাইনে বসে স্লোগান দিতে শুরু করে একদল বিক্ষোভকারী৷ ব্যাহত হয় ট্রেন চলাচল৷ ব্যস্ততম সময়ে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় নাকাল হতে হয় নিত্যযাত্রীদের৷ অগ্নিপথ-আঁচে বাতিল করা হয় দক্ষিণপূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন৷ দেখে নিন কোন কোন বাতিল করা হয়েছে-
* হাওড়া-রাঁচি শতাব্দীএক্সপ্রেস।
* হাতিয়া- পূর্ণিয়া কোর্ট হাতিয়া এক্সপ্রেস।
* টাটানগর -দানাপুর এক্সপ্রেস।
* হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস।
* রাঁচি-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস।
* পাটনা-হাতিয়া এক্সপ্রেস।
আরও পড়ুন- চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতা
বাতিল করা হয়েছে পূর্ব রেলের গুচ্ছ ট্রেন৷ এর মধ্যে রয়েছে-
• শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস
• জামালপুর-ভাগলপুর এক্সপ্রেস
• সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস
এছাড়াও বাতিল হয়েছে, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ ট্রেন। সাহিবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ ট্রেন। বাতিল কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস৷
এরই মধ্যে অগ্নিপথ বিতর্কে মামলা দায়ের করা হল সুপ্রিম কোর্টে৷ মামলাকারীদের দাবি, এই প্রকল্পের সমস্ত খুঁটিনাটি জানতে একজন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে কমিটি গঠন করা হোক। অগ্নিপথের জেরে যেভাবে দেশজুড়ে হিংসাত্মক আন্দোলনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে তা তদন্তের জন্য স্পেশ্যাল তদন্তকারী দল বা সিট গঠন করা হোক। এই মর্মে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন দিল্লির এক আইনজীবী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>