সহকর্মীদের সঙ্গে উদ্দাম নাচ ধূপগুড়ির ট্রাফিক বিভাগের ওসি’র! ভিডিয়ো ঘিরে বিতর্ক

সহকর্মীদের সঙ্গে উদ্দাম নাচ ধূপগুড়ির ট্রাফিক বিভাগের ওসি’র! ভিডিয়ো ঘিরে বিতর্ক

963de8f8c576526963cb85245b5d54eb

ধূপগুড়ি:  ট্রাফিক গার্ডের অফিসের মধ্যেই উদ্দাম নাচ। একেবারে উর্দি খুলে নাচে মত্ত হলেন ট্রাফিক বিভাগের ওসি। তাঁর সঙ্গে সঙ্গত দিলেন সহকর্মীরা। তাঁরা কেউ ইউনিফর্মে, তো কেউ আবার খালি গায়ে৷ ঘটনাটি ঘটেছে হোলির দিন৷ জলপাইগুড়ির ধূপগুড়ি ট্রাফিক গার্ডের অফিসের ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম৷ 

আরও পড়ুন- বাড়ছে ঝাঁঝ! দিলীপ-তথাগতর মতো নীচে নামতে পারব না, প্রচারে নেমে আক্রমণ বাবুলের

ভাইরাল হওয়ায় ওই ভিডিয়োটিতে ধূপগুড়ির ট্রাফিক বিভাগের ওসি অভিজিৎ সিংহকে উন্মত্ত ভাবে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিয়োকে কেন্দ্র করেই উঠেছে বিতর্কের ঝড়৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাফিক গার্ডের দফতরের মধ্যে গানের তালে শরীর দুলিয়ে নাচছে এক দল লোক৷ ধূপগুড়ি ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ওই ভাইরাল ভিডিওটি দোলের দিনের। দোল উদ্‌যাপন করতে গিয়েই নাকি এই নাচ৷ যাকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা৷ সমাজের রক্ষাকর্তারা কী ভাবে চটুল গানের সঙ্গে এভাবে নাচে মত্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রসঙ্গত, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন ওসি অভিজিৎ সিংহ৷ হোমগার্ডের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন তিনি৷ এবার মজলেন চটুল নাচে৷  যদিও জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, এই বিষয়টি তাঁর জানা নেই৷ এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না৷

এদিকে, জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামী বলেন,  ‘‘থানার মধ্যে নাচগানের দৃশ্য একসময় বিহারে দেখা যেত। আজকাল পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। এটাই এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি।’’ একই সুরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ধূপগুড়ির জোনাল সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘আগে এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল না। এই সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে৷ অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আরও সচেতন হতে হবে।’’