দিঘা: দিঘায় বেড়াতে এসে সর্বস্ব খুইয়ে ছিলেন কলকাতার এক পর্যটক। অবশেষে পুলিশের তৎপরতায় ফিরে পেলেন ছিনতাই হওয়ার মোবাইল ও ব্যাগ। পুলিশের হাতে ধরা পড়ল ছিনতাইকারী৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীর নাম তাপস বেহেরা। তার বাড়ি উড়িষ্যার বালেশ্বর জেলার তালসারি মেরিন থানার উদয়পুর এলাকায়। শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কলকাতার বাঁশদ্রোণী এলাকার রাহুল কুমার সাহু স্ব-পরিবারে সৈকত নগরীর দিঘায় বেড়াতে আসেন। এরপর শুক্রবার বিকেলে নিউ দিঘার সমুদ্র স্নানে নামেন। স্নানে নামার আগে একটি ব্যাগের মধ্যে তাঁরা চারটি মোবাইল, সোনার গয়না সহ বেশ কিছু টাকা ও এটিএম কার্ড ঢুকিয়ে রেখেছিলেন। স্নান করে হোটেলের দিকে ফেরার সময় দ্রুত গতিতে বাইকে করে আসা এক যুবক হাতে থাকা ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়।
ওই পর্যটকের তরফে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে৷ খবর পেয়ে দিঘা থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে পুলিশ বাহিনী ছিনতাইকারীকে ধরতে তল্লাশি শুরু করে। রাতেই অভিযান চালিয়ে পুলিশ দিঘার বর্ডার সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারী যুবককে হাতেনাতে পাকড়াও করে। ওই যুবকের কাছ থেকে পর্যটকের ছিনতাই হয়ে যাওয়া তিনটি মোবাইল ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। এরপরই অভিযুক্ত ছিনতাইকারী যুবককে গ্রেফতার করে পুলিশ।
দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, ‘‘ধৃতের কাছ থেকে তিনটি মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই যুবক অন্য কোনও ছিনতাইকারী ও ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷’’ কলকাতার থেকে বেড়াতে আসা পর্যটক রাহুল কুমার সাহু বলেন, “পুলিশের তৎপরতায় খোয়া যাওয়ার জিনিস ফেরত পেলাম। দিঘা পুলিশকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’’