বৃষ্টিতে উত্তাল সমুদ্র, সেই দেখতেই দিঘায় পর্যটকের ঢল, কড়া নজর রাখছে প্রশাসনও

কলকাতা: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ সমুদ্রও বেশ উত্তাল৷ বইছে ঝোড়ো হাওয়া৷ সেই সব কিছু উপেক্ষা করেই দিঘায় নামল পর্যটকদের ঢল৷ জেলা প্রশাসনের…

digha rain

কলকাতা: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ সমুদ্রও বেশ উত্তাল৷ বইছে ঝোড়ো হাওয়া৷ সেই সব কিছু উপেক্ষা করেই দিঘায় নামল পর্যটকদের ঢল৷ জেলা প্রশাসনের তরফে দফায় দফায় সতর্কতা জারি করা হলেও, কোনও লাভ হয়নি৷ বরং সমুদ্রের রুদ্র রূপ দেখতেই দিঘায় ভিড় জানাচ্ছেন পর্যটকেরা। ভরা জোয়ারের সময়টুকু বাদ দিয়ে পুরোদস্তুর সমুদ্রস্নানের মজাও লুটছেন তাঁরা।

 

 

গত কয়েক সপ্তাহে দিঘা সহ পার্শ্ববর্তী সমুদ্রসৈকতে একের পর এক দুর্ঘটনার খবর সামনে এসেছে৷ বেশ কিছু পর্যটকের মৃত্যু হয়েছে৷ যা নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন৷ এই উত্তাল পরিস্থিতির মধ্যে পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন তার জন্য বারবারা মাইকিং করা হচ্ছে৷ তাঁদের সতর্ক করা হচ্ছে৷ সমুদ্র সৈকতে কড়ী নজর রাখছে প্রশাসন৷