গজরাজের মুখোমুখি হয়ে সেল্ফি ভুলে ছুট পর্যটকদের

মালবাজার: শুক্রবার সকালে লাটাগুড়ির জঙ্গলে সাফারিতে এসে কলকাতার একটি পর্যটক দল এক রোমহর্ষক অভিজ্ঞার সাক্ষী থাকল। ২৪ জনের ওই দলটি জিপ সাফারির সময়ে বিশাল আকারের একটি হাতির মুখোমুখি হয়। গজরাজকে সামনে পেয়ে একদিকে সেল্ফি তোলার ইচ্ছে অন্যদিকে প্রাণ বাঁচানোর জন্য জিপ চালককে গাড়ি পিছিয়ে নিয়ে পালনো, কোনটা করতে হবে সেটা মুহূর্তের জন্য ভুলে গিয়ে সকলেই

গজরাজের মুখোমুখি হয়ে সেল্ফি ভুলে ছুট পর্যটকদের

মালবাজার: শুক্রবার সকালে লাটাগুড়ির জঙ্গলে সাফারিতে এসে কলকাতার একটি পর্যটক দল এক রোমহর্ষক অভিজ্ঞার সাক্ষী থাকল। ২৪ জনের ওই দলটি জিপ সাফারির সময়ে বিশাল আকারের একটি হাতির মুখোমুখি হয়। গজরাজকে সামনে পেয়ে একদিকে সেল্ফি তোলার ইচ্ছে অন্যদিকে প্রাণ বাঁচানোর জন্য জিপ চালককে গাড়ি পিছিয়ে নিয়ে পালনো, কোনটা করতে হবে সেটা মুহূর্তের জন্য ভুলে গিয়ে সকলেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। গজরাজ চাইলেই জিপগুলি উল্টে দিয়ে পর্যটকদের পিষে মারতে পারত। কিন্তু সেটা করেনি। কিছুক্ষণ পর্যটকদের পথ আটকে রেখে নিজে থেকেই জঙ্গলে ঢুকে যায়। অন্যদিকে ওই দলের একাংশ সদস্য গজরাজের সামনে মাথানিচু করে হাতজোড় করে নিজেদের কপালে প্রণাম ঠুকতে থাকেন। এরমধ্যেই সাহস করে কয়েকজন তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে নেন। তবে সকলেরই সেল্ফি তোলার আক্ষেপ থেকে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eight =