দিঘা: বর্ষশেষ ও বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল৷ বছরের শেষ দিনে ভিড় উপচে পড়েছে সৈতক শহরে৷ শীতের প্রাদুর্ভাব কম থাকায় জমিয়ে চলছে সমুদ্র স্নান৷ পাশাপাশি চলছে সাগর পাড়ে দেদার আড্ডা৷ কিন্তু কোথাও মানা হচ্ছে না করোনার বিধিনিষেধ৷ প্রশাসনের তরফে ক্রমাগত মাইকিং চলছে৷ কিন্তু তাতে কর্ণপাতে নারাজ উৎসবে মাতোয়ারা পর্যটকরা৷
আরও পড়ুন- কুলতলির পর গোসাবা, ফের লোকালয়ে ঢুকল দক্ষিণরায়, চারিদিকে ভর্তি পায়ের ছাপ
করোনা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দিঘার সমুদ্র সৈকত থেকে ১২ জনকে আটক করেছে দিঘা থানার পুলিশ৷ অন্যদিকে, করোনা বিধি ভাঙায় চারজনকে আটক করেছে মন্দারমনি থানার পুলিশ৷ দিঘা ও মন্দারমনির বিস্তীর্ণ সৈকতে থিকথিক করছে মানুষের ভিড়৷ অধিকাংশ মানুষের মুখেই মাস্কের দেখা নেই৷ মানা হচ্ছে না দূরত্ববিধি৷ কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে থাকায় তাঁদের উপর নজরদারি চালাতেও বেগ পেতে হচ্ছে৷ সেক্ষেত্রে পর্যটকদের সজাগ রাখতে মাইকে প্রচার চালানো হচ্ছে৷ যাতে তাঁরা করোনা বিধি মেনে চলেন৷ পুলিশ প্রাশসনের তরফে ক্রমাগত সেই আবেদন জানানো হচ্ছে৷ কিন্তু সমুদ্র স্নান থেকে বোটিং, অধিকাংশ ক্ষেত্রেই পর্যটকদের দেখা যাচ্ছে মাস্ক বিহীন অবস্থায়৷ বিভিন্ন জায়গায় জটলা বেঁধে বসে থাকতে দেখাযাচ্ছে মানুষজনকে৷ কোনও ভাবেই করোনা বিধি মানা হচ্ছে না সেখানে৷ পুলিশ পর্যটকদের সজাগ করার চেষ্টা করলেও তেমনভাবে সাড়া মেলেনি৷ বিধি মানা হচ্ছে না হোটেলগুলিতেও৷ পরিস্থিতি সামান দিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ৷
এদিকে বেলা যত বাড়বে পর্যটকের ঢল তত বেশি নামবে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষবরণের জন্য সমুদ্র সৈকতে ভিড় জমাবেন লাখো পর্যটক৷ সে ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন৷