তমলুক: পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই ট্যুইরিস্ট বাস। ঘটনায় ৪০জন পর্যটক জখম হয়েছেন। এদিন সকালে ঘটনাটি ঘটে ৬ নম্বর জাতীয় সড়কের বড়দাবাড় বাসস্ট্যান্ডের কাছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় পাইপাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের মধ্যে ১৬জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
