কলকাতা: করোনার দাপটে টালমাটাল পর্যটন শিল্প৷ সংক্রমণ রুখতে গত বছর দীর্ঘ দিন বন্ধ ছিল দেশের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের পাহাড় বা সাগরের হাতছানিতে বেড়িয়ে পড়েছিল পর্যটকরা৷ কিন্তু বাঁধ সাধল দ্বিতীয় ঢেউ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে ফের তালা ঝুলল পর্যটন কেন্দ্রগুলিতে৷ কিন্তু সংক্রমণের তেজ কিছুটা কমতেই বাক্স-প্যাঁটরা বেঁধে বেড়িয়ে পড়েছে ভ্রমণ পিপাসু মানুষ৷ তবে ভ্রমণে রয়েছে গুচ্ছ বিধি নিষেধ৷ কারণ চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউ অনিবার্য৷ অথচ এর পরেও অসচেতন পর্যটকরা৷
আরও পড়ুন- ‘ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, চেয়ারে বসতে পারবেন না’, বিতর্ক বাড়ালেন গেরুয়া নেতা!
করোনা বিধি না মানায় দীঘায় শুরু হয়েছে পুলিশি অভিযান৷ এদিন মুখে মাস্ক না থাকায় প্রায় ৩০ জনকে আটক করে পুলিশ৷ পরে কয়েকজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়৷ আগেই বলা হয়েছিল করোনা বিধি মেনে সমুদ্রে আসতে হবে পর্যটকদের৷ মুখে মাস্ক পরা আবশ্যক৷ নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজও করতে হবে৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না৷ তাই ময়দানে নামে পুলিশ৷ মুখে মাস্ক না থাকলেই ধরা হচ্ছে পর্যটকদের৷ করা হচ্ছে জরিমানা৷
দীঘায় এমন বহু পর্যটক আসছেন যাঁরা হোটেলে উঠছেন না৷ দিনের দিন সৈকত ঘুরে ফিরে যাচ্ছেন৷ তাঁদের মধ্যে কেউ করোনা পজেটিভ থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ সে কথা মাথায় রেখেই কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷ চলছে পুলিশ টহল৷ পাশাপাশি হোটেলগুলিতেও চলছে তল্লাশি অভিযান৷ নেগেটিভ রিপোর্ট থাকলেই যাতে পর্যটকদের রাখা হয়, সে দিকে কড়া নজর রাখা হচ্ছে৷
বোলপুরেও রয়েছে কড়াকড়ি৷ বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে গেলে লাগবে ভ্যাকসিনের সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট৷ সংক্রমণ রুখতে রাজ্য সরকারের কড়া নির্দেশ, পর্যটকদের দুটি টিকার ডোজ নিতে হবে৷ অথবা ঘুরতে আসার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে৷ তাহলেই মিলবে রিসর্ট কিংবা হোটেল৷ এই নির্দেশের জেরে সমস্যায় পড়েছেন বহু পর্যটক৷ বিপাকে জলপাইগুড়ির পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও৷
জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে সাফ বলা হয়েছে, পর্যটকরা শর্ত না মানলে জলপাইগুড়ির কোন হোটেল অথবা রিসোর্টে থাকার অনুমতি মিলবে না৷ টুরিস্ট স্পটগুলিতে যাওয়ার ক্ষেত্রেও একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে৷ এর মধ্যে মাস্ক পরা যেমন বাধ্যতা মূলক, তেমনই ২ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে৷ যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না৷ গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকমল মিশ্র বলেন, অনেকদিন পর ব্যবসার গতি ফিরছিল৷ কিন্তু আবার তা গতি হারাচ্ছে৷ নিয়ম কিছুটা শিথিল করার আবেদনও জানান তিনি৷
আরও পড়ুন- ভোটে কারচুপি! বনগাঁ দক্ষিণ কেন্দ্রের নথি, রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক জিয়াউল রহমান বলেন, ‘‘পর্যটক ব্যবসা খুব খারাপ। সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে। আমরা চাইছে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ছাড়পত্র দেওয়া হোক পর্যটকদের ক্ষেত্রে।’’