Aajbikel

দাদুর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে টোটো উল্টে মৃত্যু তিন বছরের শিশুর

 | 
টোটো

কলকাতা: স্কুল থেকে টোটো চেপে বাড়ি ফিরছিল খুদে পড়ুয়া৷ আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি৷ প্রাণ হারায় বছর তিনেকের শিশু রূপক মালিক। টোটোটি চালাচ্ছিলেন তারই দাদু গণেশ মালিক। হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরের ঘটনাটি ঘটেছে৷ 

স্থানীয় একটি স্কুলে নার্সারি ক্লাসে পড়ত রূপক। বৃহস্পতিবার সকালে স্কুল থেকে টোটোয় চাপিয়ে তাকে বাড়ি নিয়ে আসছিলেন তার দাদু৷ গণেশবাবুর কথায়, রাস্তা খারাপ থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তা উল্টে যায়। গুরুতর জখম হন দু’জনেই। তাদের হাওড়া হাসপাতালেভর্তি করা হয়৷ সেখানেই মারা যায় শিশুটি৷ এই ঘটনায় শোকের ছায়া পরিবারে৷

Around The Web

Trending News

You May like