পুরভোটের রায়দান নিয়ে জল্পনা বহাল, অপেক্ষার কয়েক ঘণ্টা

পুরভোটের রায়দান নিয়ে জল্পনা বহাল, অপেক্ষার কয়েক ঘণ্টা

কলকাতা: আগামীকাল পুরভোট মামলার রায়দান। সকাল ১০:৩০ টায় রায় দেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানালেন প্রধান বিচারপতি। আজ সকালে বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দিতে চান বিজেপির আইনজীবী। তখনই প্রধান বিচারপতি জানান যে, নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে।  আগামীকাল রায়দান করা হবে, তাই এই মুহূর্তে আর লিখিত বক্তব্যের প্রয়োজন নেই।

পুরভোট নিয়ে প্রথম থেকেই একাধিক দাবি রেখেছিল ভারতীয় জনতা পার্টি শিবির। একসঙ্গে সব জায়গায় ভোট এবং একই দিনে গণনার দাবি ছিল তাদের। কিন্তু আদালতে মামলা চলার পরেও শুধুমাত্র কলকাতার ভোটের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, ১৯ ডিসেম্বর সেই ভোট হবে। তবে এই সংক্রান্ত যে মামলা চলছিল তার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত। ভারতীয় জনতা পার্টি দাবি করেছিল যে সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে এবং একই সঙ্গে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু বিজেপির দাবি অনুযায়ী নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি বরং কলকাতার ভোটের দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাও মামলা চলাকালীন। সেই নিয়েও সরব হয়েছিল বিজেপি।

উল্লেখ্য, রাজ্যের তরফ থেকে আগেই আদালতে জানিয়ে দেওয়া হয়েছিল যে ৬-৮ দফায় নির্বাচন করা হবে। আগামী মার্চ মাসে রাজ্যে পরীক্ষা আছে। আবার কলকাতায় প্রথম ভোট কারণ এখানে প্রচুর মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাছাড়া এখানে যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা আছে। বলা হয়েছিল, এখানে চিকিৎসা পরিষেবা উন্নত, নিরাপত্তা সুনিশ্চিত। তাই কলকাতা পুরসভা নির্বাচন আগে করার এটা একটা কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =