কলকাতা: রাজনৈতিক বাতাবরণের আবহ তৈরী হয়ে গিয়েছে টলিউডেও, এটা কারো অজানা নয়। পদ্মফুল এবং ঘাসফুল শিবিরের রীতিমতো ভাগ হয়ে গিয়েছে টলি তারকারা। এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে বৈঠক করলেন টলিউডের একাধিক স্বনামধন্য তারকারা। যদিও এটি সে ক্ষেত্রে রাজনৈতিক বৈঠক নয়, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বৈঠক ছিল এটি। বৈঠকে যোগ দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে পাওলি দাম, চূর্ণী গঙ্গোপাধ্যায়, মমতা শংকর, নিসপাল সিং রানে, আবির চট্টোপাধ্যায়ের সহ প্রমুখ।
জানা গিয়েছে, সরকারি অনুষ্ঠান হলেও আজকের এই বৈঠকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের পাশাপাশি উপস্থিত রয়েছেন একাধিক বিজেপি মন্ত্রী এবং নেতা। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে শুরু করে বিজেপি নেতার শঙ্কুদেব পান্ডাও। তাৎপর্যপূর্ণ ভাবে, টলিউডের একাধিক প্রথম সারির তারকা এবং অভিনেতা-অভিনেত্রীরা আজকের বৈঠকে যোগ দিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দিতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। একই সঙ্গে আজ এই বৈঠকের হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা অরিন্দম শীল, যার শঙ্কুদেব পান্ডার সঙ্গে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং তিনি যে বিজেপিতে যেতে পারেন এই জল্পনার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র।
এদিন টুইটারে পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শঙ্কুদেব পান্ডা। সেখানে লেখা রয়েছে, “আজ বিকেলে অরিন্দমদার সঙ্গে চায় পে চর্চা। আলোচনা হলেও সোনার বাংলা নিয়েও”! এই ছবি ভাইরাল হতেই এখন ব্যাপক শোরগোল পড়েছে টলিউড থেকে শুরু করে গোটা বাংলায়। তাহলে কি বিজেপিতে যাওয়ার জন্য পরের পদক্ষেপ নিয়ে নিলেন তিনি? যদিও বিজেপিতে তিনি যোগদান করছেন এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে মেলেনি। এর আগে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অরিন্দম শীল স্পষ্ট করেছিলেন, তিনি কখনোই বিজেপিতে যাচ্ছেন না এবং এই ব্যাপারটা দলের উপর মহল পর্যন্ত সকলে জানে। তিনি এও জানিয়েছেন, শুধুমাত্র বিজেপি নয়, রাজনীতিতে আসার কোনো উৎসাহ ইচ্ছে তাঁর নেই।