উদ্যানবাটিতে আজ কল্পতরু উৎসব, থাকছে কড়া পুলিশি নজরদারি

কলকাতা: প্রতি বছরের মতো এবারও কল্পতরু উৎসবকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে পুলিস প্রশাসনের তরফে উদ্যানবাটি সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভক্তরা যাতে ঠিক মতো পুজো দিতে পারেন, সেই কারণে মঠ সংলগ্ন কাশীপুর রোডের বিশাল এলাকা

উদ্যানবাটিতে আজ কল্পতরু উৎসব, থাকছে কড়া পুলিশি নজরদারি

কলকাতা: প্রতি বছরের মতো এবারও কল্পতরু উৎসবকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে পুলিস প্রশাসনের তরফে উদ্যানবাটি সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভক্তরা যাতে ঠিক মতো পুজো দিতে পারেন, সেই কারণে মঠ সংলগ্ন কাশীপুর রোডের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্পতরু উৎসব উপলক্ষে আজ ভোর থেকে রাত পর্যন্ত সমগ্র অনুষ্ঠানপর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কারণে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিসের নর্থ ডিভিশনের বিভিন্ন থানার পুলিশের পদাধিকারীরা। থাকবে প্রচুর সংখ্যক মহিলা পুলিশের সঙ্গে সাদা পোশাকের পুলিশও।

মঠ সূত্রে জানা গিয়েছে, এই উপলক্ষে মঠ প্রাঙ্গণে ভোর থেকে শুরু হবে বিশেষ পুজো পাঠ, হোম, আরতি, ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়া নিয়ে নানা আলোচনা, ধর্মীয় সঙ্গীত, ভজন প্রভৃতি। আলোচনায় অংশ নেবেন বিভিন্ন সন্ন্যাসী মহারাজরা। ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উদ্যানবাটিতেই শ্রীরামকৃষ্ণ আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান করেছিলেন। এই ঘটনাটিই ‘শ্রীশ্রী ঠাকুরের কল্পতরু’ হওয়া বলে পরিচিত। ১৮৮৬ সালের ১৬ আগস্ট তিনি এখানে মহাসমাধি যোগে স্থূল শরীর ত্যাগ করেন। ১৯৪৬ সালে এই উদ্যানবাটি রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ-এর একটি শাখা কেন্দ্র রূপে স্বীকৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =