কলকাতা: রাজ্যে বায়ুসেনার দু’টি গুরুত্বপূর্ণ ঘাঁটি পানাগড় ও কলাইকুণ্ডার উপর বরাবরই নজর থাকে চীনের পাবলিক লিবারেশন আর্মির (পিএলএ)। এবার সেই দু’টি ঘাঁটিতে আজ, সোমবার শুরু হচ্ছে ভারত এবং আমেরিকার বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ মহড়া ‘কোপ ইন্ডিয়া ২০১৯’। যা সাম্প্রতিককালে চীনের রক্তচাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কলাইকুণ্ডাতে রয়েছে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ দেওয়ার ‘অ্যাডভান্সড ট্রেনার হক এমকে ১৩২’ যুদ্ধবিমান। অন্যদিকে, পানাগড় ঘাঁটিতে রয়েছে সি-১৩০ জে সুপার হারকিউলিস। এই দু’টি ঘাঁটিকেই কেন মহড়া দেওয়ার জন্য বেছে নেওয়া হল? প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তার কথায়, চীনকে বার্তা দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য। বর্তমান সময়ে রীতিমতো ‘ছায়াযুদ্ধ’-এর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় বিশ্বের এক নম্বর বায়ুসেনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার এই যৌথ মহড়া অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই দাবি ওই কর্তার।
আজ বাংলার আকাশে দাপাবে মার্কিন যুদ্ধবিমান
কলকাতা: রাজ্যে বায়ুসেনার দু’টি গুরুত্বপূর্ণ ঘাঁটি পানাগড় ও কলাইকুণ্ডার উপর বরাবরই নজর থাকে চীনের পাবলিক লিবারেশন আর্মির (পিএলএ)। এবার সেই দু’টি ঘাঁটিতে আজ, সোমবার শুরু হচ্ছে ভারত এবং আমেরিকার বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ মহড়া ‘কোপ ইন্ডিয়া ২০১৯’। যা সাম্প্রতিককালে চীনের রক্তচাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কলাইকুণ্ডাতে রয়েছে