কলকাতা : ৮ জেলায় অব্যাহত তাপপ্রবাহ জারি হলেও আজ কমতে পারে তাপমাত্রা৷ পশ্চিমের জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস৷
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দহন, সঙ্গে আদ্রতা ছিল শনিবার। এর জেরে হাঁসফাঁস পরিস্থিতি। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। এখনও এই অবস্থা থেকে মুক্তি নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির কারণে, রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে। তবে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ জি কে দাস।