আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলছে কলকাতা বইমেলার দরজা

কলকাতা: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে বইমেলার৷ তারই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ বুধবার দিন-রাত এক করে চলল স্টল নির্মাণের কাজ৷ এখনও মেলায় বহু স্টল অসম্পূর্ণ রয়ে গিয়েছে৷ মেলা নিয়ে ব্যস্ততা তুঙ্গে বিধাননগর পুলিস কমিশনারেটেও৷ এই ক’দিন লক্ষ লক্ষ বইপ্রেমীর নিরাপত্তা ও পথ সচল রাখাও পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ৷ এবার কয়েকদিন

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলছে কলকাতা বইমেলার দরজা

কলকাতা: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে বইমেলার৷ তারই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ বুধবার দিন-রাত এক করে চলল স্টল নির্মাণের কাজ৷ এখনও মেলায় বহু স্টল অসম্পূর্ণ রয়ে গিয়েছে৷ মেলা নিয়ে ব্যস্ততা তুঙ্গে বিধাননগর পুলিস কমিশনারেটেও৷ এই ক’দিন লক্ষ লক্ষ বইপ্রেমীর নিরাপত্তা ও পথ সচল রাখাও পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ৷

এবার কয়েকদিন শুধু বইয়ের গন্ধে মজে থাকার পালা৷ ভিন জেলা ও মহানগরের সব পথ আজ থেকে মিলে যাবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে৷ দর্শকের বিচারে সেখানে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা শুরুর ঘণ্টা বাজতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা৷ এবার বিশেষ সম্মানিত অতিথি গুয়েতেমালার লেখক প্রফেসর উদা মোরালেস৷ থাকবেন লেখক শঙ্কর, গুয়েতেমালা ও রাশিয়ার রাষ্ট্রদূত, রাজ্যের একঝাঁক মন্ত্রী এবং লেখকরা৷ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে৷ আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে৷ এবছর বইমেলার থিম দেশ গুয়েতেমালা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 5 =