আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম: আজ বন্যা বিধ্বস্ত ঘাটালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা প্রশাসন সূত্রের খবর, এদিন দুপুরে আকাশপথে ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন৷ বন্যা. নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ স্বভাবতই রাজ্যের প্রশাসনিক প্রধানের সফরকে ঘিরে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে৷

প্রশাসন সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ ঘাটালের অনকুল আশ্রমের মাঠে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখান থেকে ময়রাকাটা যাবেন তিনি৷ কথা বলবেন বন্যা দুর্গতদের সঙ্গে৷ এক দিকে করোনার প্রকোপ, অন্যদিকে বন্যা পরিস্থিতির জেরে নাজেহাল ঘাটালের মানুষজন। ইতিমধ্যে এবারের বন্যায় জেলায় মৃত্যু হয়েছে ১৯ জনের৷ এর মধ্যে দশ জনই ঘাটালের৷ প্রশাসন সূত্রের খবর, আজ চারজন নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ বাকিদের হাতে আগেই সরকারি সাহায্য পৌঁছে দিয়েছে প্রশাসন৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে৷ কারণ, পশ্চিম মেদিনীপুরে করোনার গ্রাফ এখন উর্ধমুখী৷ স্বভাবতই, আজ যাঁরা মুখ্যমন্ত্রী কাছাকাছি যাবেন তাঁদের সকলেরই করোনার পরীক্ষা করে তালিকা তৈরি করে রাখা হয়েছে৷ সেই তালিকায় রয়েছে কয়েকজন বন্যা দুর্গতর নামও৷  ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, ‘‘ মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷’’

প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘাটাল মহকুমার বিস্তৃর্ণ এলাকা এখনও জলমগ্ন৷ ঘাটালের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পুরসভার ১২টি ওয়ার্ড এখনও জলমগ্ন। ইকিমধ্যে ঘাটাল থানার পক্ষ থেকে চালু হয়েছে কমিউনিটি কিচেন। জেলা শাসক রশ্মি কমল বলেন, ‘‘আজ ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন যেতে পারেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 20 =