আজ থেকেই শুরু হচ্ছে বিভিন্ন রুটের বাস-যন্ত্রণা

কলকাতা: গঙ্গাসাগর মেলার জন্য আজ, শুক্রবার থেকে সরকারি স্পেশাল বাস চলতে শুরু করবে। সরকারি বাসের পাশাপাশি মেলার জন্য বেসরকারি বাসও তোলা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী কয়েকদিন বেশ কিছু রুটে বাসের সংখ্যা কমতে চলেছে বলে খবর। গঙ্গাসাগর মেলার পরই রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তার জন্যও বাসের বুকিং শুরু হয়েছে বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে। ব্রিগেড সমাবেশের

fbfe00e1668339b61f2864655e007589

আজ থেকেই শুরু হচ্ছে বিভিন্ন রুটের বাস-যন্ত্রণা

কলকাতা: গঙ্গাসাগর মেলার জন্য আজ, শুক্রবার থেকে সরকারি স্পেশাল বাস চলতে শুরু করবে। সরকারি বাসের পাশাপাশি মেলার জন্য বেসরকারি বাসও তোলা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী কয়েকদিন বেশ কিছু রুটে বাসের সংখ্যা কমতে চলেছে বলে খবর।

গঙ্গাসাগর মেলার পরই রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তার জন্যও বাসের বুকিং শুরু হয়েছে বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে। ব্রিগেড সমাবেশের দিনও জেলাগুলি থেকে বহু বাস কলকাতামুখী হবে। সব মিলিয়ে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রুটে বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন মালিক সংগঠনগুলির নেতারা। যদিও তাঁদের বক্তব্য, বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমলেও কোনও রুটই বাসশূন্য হবে না। সেইভাবেই বাস দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *