কলকাতা: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার মামলার শুনানি এদিনের মতো শেষ। আজ, বৃহস্পতিবার গণতন্ত্র বাঁচাও যাত্রার রায় জানাবেন বিচারপতি। লালবাজারে বিজেপির সঙ্গে প্রশাসনের যে বৈঠক হয়েছিল, তার ভিডিওগ্রাফি জমা দেয় রাজ্য। বিজেপির তরফে যাত্রার রূপরেখাও পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে জমা দেওয়া হয়। সরকারের তরফেও তাদের রিপোর্ট জমা দেওয়া হয়। বুধবারের শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, পুলিসের রিপোর্ট থেকেই স্পষ্ট এটা ধার্মিক যাত্রা, বিজেপির বিজ্ঞাপন ও প্রচার দেখলেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিচারপতি পালটা বলেন, পুলিস নিরাপত্তা দিতে পারছে না, সেটা রাজ্যের মাথা ব্যথা। প্রশাসন কোনও দলের কর্মসূচি বলে দিতে পারে না। আদালত জানতে চায়, সরকার যে যাত্রার বদলে সভা করার কথা বলা হয়েছে, সেই প্রস্তাব নিয়ে কী ভাবছে বিজেপি। তখন বিজেপির তরফ থেকে জানানো হয়, আলোচনায় যাত্রা বন্ধের কোনও কথাই হয়নি। শুধু সভার কথা থাকলে, এভাবে অনুমতির জন্য ঘুরতে হত না। সব পক্ষের জওয়াল জবাব শোনার পরে, বিচারপরি তপব্রত চক্রবর্তীকে দুপক্ষই জানায় তাদের আরও কিছু বলা আছে। সেই মতো আজ, বৃহস্পতিবার আদালতের কাজের শুরুতেই সেই বক্তব্য শোনা হবে। সেই দিনই মামলার চূড়ান্ত রায়ে দেওয়া হবে।
আজ গণতন্ত্র বাঁচাও যাত্রার রায়
কলকাতা: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার মামলার শুনানি এদিনের মতো শেষ। আজ, বৃহস্পতিবার গণতন্ত্র বাঁচাও যাত্রার রায় জানাবেন বিচারপতি। লালবাজারে বিজেপির সঙ্গে প্রশাসনের যে বৈঠক হয়েছিল, তার ভিডিওগ্রাফি জমা দেয় রাজ্য। বিজেপির তরফে যাত্রার রূপরেখাও পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে জমা দেওয়া হয়। সরকারের তরফেও তাদের রিপোর্ট জমা দেওয়া হয়। বুধবারের শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা