‘আজ আছি কাল নেই!’ ভোটের আগে উদ্বিগ্ন মমতা দলকে দিলেন ‘ঔদ্ধত্য’ বার্তা!

‘আজ আছি কাল নেই!’ ভোটের আগে উদ্বিগ্ন মমতা দলকে দিলেন ‘ঔদ্ধত্য’ বার্তা!

কলকাতা: নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি অন্য এক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২১ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় কর্মীদের পথ দেখালেন তিনি৷ বিনয়ী হওয়ার মন্ত্র দিলেন তৃণমূল কর্মীদের কানে৷ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাবার নির্দেশ দিলেন তিনি৷ এদিন তিনি বলেন, আমাদের মনের মধ্যে সামান্য অহংকার থাকলেও তাকে গুঁড়িয়ে ফেলে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ মনে রাখতে হবে যত দিন আছি ততদিন যেন ভালো কাজ করে যেতে পারি৷ এভাবে নিজেদের গড়ে তুললে অহংকার হবে না৷ আজ আছি কাল নেই৷ কিসের জন্য আমাদের এত ঔদ্ধত্য?

মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশকে একনায়কতন্ত্রেক দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বিজেপি৷ দিল্লির একটা সরকারের যা ভূমিকা দেখছি আমরা যেন ওদের মতো না হই৷ ওদের কাছ থেকে যেন ঔদ্ধত্য না শিখি, অহংকার না শিখি৷ মানুষকে মানুষ বলে ভাবি৷ আমরা যেন গরিব মানুষকে কোলে টেনে নিতে পারি৷  আমরা যেন তাদের নিজের বাবা-মা, ভাই-বোন বলে গ্রহণ করতে পারি৷ বাংলার মাটি থেকে শিক্ষা দিতে পারি৷ এই বাংলা নম্রতার বাংলা৷ স্বচ্ছ্বতার বাংলা৷ একইসঙ্গে তিনি তোপ দাগেন কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধেও৷

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দিল্লিতে পরিকল্পনামাফিক খুন করা হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে দাঙ্গার৷ উত্তরপ্রদেশে কোনও বিচারব্যবস্থা নেই৷ ওই রাজ্যে মেয়েদের কোনও অধিকার নেই৷ আপনারা অন্যকে গদ্দার বলছেন৷ কারা গদ্দার তা মানুষ ঠিক করবে আপনারা কে? মুখ্যমন্ত্রী বলেন, কর্মীরা দলের বড় সম্পদ৷ নেতারা নন৷ এটা মনে রখতে হবে৷ আপনারা রাস্তায় নামলে বিজেপি গুটিয়ে যাবে৷ এ রাজ্যে ধিৎকার মিছিল হবে৷ যার নাম হবে ছি ছি ৷ তবে কর্মীদের উদ্দেশ্য তার নির্দেশ, সংঘাতে যাবেন না ৷ আগামি দিন লড়বার জন্য তৈরি হন৷ চায়ের দোকানে বেশ করে যান৷  আমাদের সরকার কি কি করেছে তা আরও বেশি করে মানুষকে বোঝান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *