বাঁকুড়া: আজ ১৯ নভেম্বর। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। খাতা কলমে লিপিবদ্ধ থাকলেও সেইভাবে আমাদের দেশজুড়ে পালন করা হয় না। বেশীরভাগ মানুষ এ বিষয়ে অবগত নন যে, পুরুষদের জন্যও একটি বিশেষ দিন আছে। তবে আজকের দিন উদযাপন হল বাঁকুড়ায়। জেলার অভিযান কমিটির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সমাজে নারী কর্তৃক পুরুষদের ওপরে নির্যাতন, পুরুষ এবং তার পরিবারকে অহেতুক মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনা এতোটাই বেড়ে চলেছে যে, দৈনন্দিন খবরের কাগজ অথবা সংবাদ মাধ্যম খুললেই তা চোখে পড়ে। এই প্রেক্ষিতে তাদের সংগঠন ‘অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট’ পশ্চিমবঙ্গের সকল নিপীড়িত পুরুষদের সুবিচার এবং ন্যায্য অধিকার পাইয়ে দিতে সারা বাংলা জুড়ে কাজ করে চলেছে প্রতিনিয়ত। তারা আরও জানায়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, প্রতিটি লোকসভায় এমনকি প্রত্যেক বিধানসভায় তাদের শাখা রয়েছে। গোটা রাজ্য জুড়ে তাদের প্রায় ১৫ হাজারেরও বেশী সদস্য রয়েছে। যেখানে যখনই কোনো পুরুষের ওপর নির্যাতন হবে, ‘অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট’-এর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে যাবে সেই নিপীড়িত পুরুষ এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে লড়াই করে তাদের সুবিচার পাইয়ে দিতে।
আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহার হতেই টুইটে শুভেচ্ছা বার্তা মমতা-রাহুলের, টুইট করল বামেরাও
পাশাপাশি তারা জানিয়েছে, কোনও পুরুষের ওপর অন্যায় হতে দেখলে অবিলম্বে অভিযানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ৮৩৩৫০০৩৫০০-তে নিপীড়িত ব্যক্তির নাম, ফোন নম্বর, জেলা, লোকসভা এবং বিধানসভার নাম সাথে সংক্ষিপ্তভাবে ঘটনার বিবরণ লিখে পাঠানো যাবে। আসলে এই সংগঠনের মূলত ২টি দাবি। লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন গঠন করা। এর পাশাপাশি আমফান অথবা ইয়াসের মতো ভয়াবহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসুক অথবা রক্তশূন্যতা দেখা দিক, সকল অসহায় মানুষদের জন্য সারা বছর কাজ করে তারা।