আজ থেকে বসছে দু’দিনের বিধানসভা অধিবেশন

কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে দু’দিনের জন্য বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। ডেপুটি স্পিকার নির্বাচনের লক্ষ্যেই এই অধিবেশন ডাকা হয়েছে। এই উপলক্ষে বুধবার কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি)-র বৈঠক হয়। কংগ্রেস, বাম, অথবা বিজেপি- কোনও দলের বিধায়করাই হাজির হননি সেই বৈঠকে। তবে, কংগ্রেস ও বামেরা বিএ কমিটির বৈঠক বয়কট করবে বলে আগেই জানিয়ে দিয়েছিল। অধিবেশনের প্রথম

আজ থেকে বসছে দু’দিনের বিধানসভা অধিবেশন

কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে দু’দিনের জন্য বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। ডেপুটি স্পিকার নির্বাচনের লক্ষ্যেই এই অধিবেশন ডাকা হয়েছে। এই উপলক্ষে বুধবার কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি)-র বৈঠক হয়। কংগ্রেস, বাম, অথবা বিজেপি- কোনও দলের বিধায়করাই হাজির হননি সেই বৈঠকে। তবে, কংগ্রেস ও বামেরা বিএ কমিটির বৈঠক বয়কট করবে বলে আগেই জানিয়ে দিয়েছিল। অধিবেশনের প্রথম দিনটি শোকপ্রস্তাব গ্রহণ করেই সভা মুলতুবি হয়ে যাবে। এইচএ সফির মৃত্যুতে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়। তৃণমূল পরিষদীয় দল ঝাড়গ্রামের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদাকে ডেপুটি স্পিকার পদে মনোনীত করে। সেই অনুসারে শুক্রবার তাঁর আনুষ্ঠানিক নির্বাচন ও শপথ অনুষ্ঠান হবে বিধানসভায়। পরিষদীয় প্রথা মেনে এদিন বিএ কমিটির বৈঠক ডাকা হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দুই প্রতি মন্ত্রী তাপস রায় ও সিদ্দিকুল্লা চৌধুরী, অর্থমন্ত্রী অমিত মিত্র সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রমুখ হাজির থাকলেও প্রধান বিরোধী দল কংগ্রেস বা বামেদের কোনও প্রতিনিধি ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =