কলকাতা: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি না হওয়ার জেরে তাপমাত্রা চড়ছিল। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আজ, বুধবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে রয়েছে। কলকাতা সহ অন্যত্রও তাপমাত্রা বেড়েছে। তাই ঝড়-বৃষ্টি হলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। আকাশ পরিষ্কার থাকার জন্য চড়া রোদে তাপমাত্রা বেড়ে যায়। বঙ্গোপসাগর থেকেও বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকেছে। এই কারণে ভ্যাপসা অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে হচ্ছে গত কয়েকদিন ধরে। কিন্তু জলীয় বাষ্প বেশি পরিমাণে ঢুকলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি ছিল না। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণে থাকার পাশাপাশি ঝড়বৃষ্টির জন্য নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা থাকা প্রয়োজন। এটা হলে জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তার থেকে ঝড়-বৃষ্টি হয়।