BJP-তে গিয়ে ফেঁসে গিয়েছেন শুভেন্দু, নেতাদের তুষ্ট করতে দিল্লি ছুটছেন, কটাক্ষ ফিরহাদের

BJP-তে গিয়ে ফেঁসে গিয়েছেন শুভেন্দু, নেতাদের তুষ্ট করতে দিল্লি ছুটছেন, কটাক্ষ ফিরহাদের

d5433dca1fce402a436373ab570016dd

কলকাতা: ভোট পর্ব মিটলেও অব্যাহত আক্রমণের ঝাঁঝ৷ দিল্লি সফরে যাওয়া শুভেন্দু অধিকারীকে আরও একবার নিশানা করলেন ফিরহাদ হাকিম৷ বললেন, ‘‘বিজেপি’তে গিয়ে ফেঁসে গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ দিল্লির নেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন এখন৷ পদ বাঁচাতে দিল্লি ছুঁটছেন৷’’

আরও পড়ুন- ভালো আছে বুদ্ধদেব, হাসপাতাল থেকে ছুটি নিয়ে ফিরলেন বাড়ি

তীব্র কটাক্ষ ফিরহাদ বলেন, ‘‘যাওয়ার পর ফেঁসে গিয়েছে৷ কী ভাবে বাঁচা যায় সেই চেষ্টা চালাচ্ছে৷ এখানে ওঁর পাওয়ার কিছু নেই৷ রাজ্যে বিজেপি সরকার আসবে ভাবা হয়েছিল৷ এখন মোহভঙ্গ হয়েছে৷’’ ফিরহাদ আরও বলেন, ‘‘হাঁটে হাড়ি ভেঙে গিয়েছে৷ শুভেন্দুকে নিলেই সরকার পাল্টানো যায় না৷ তাই যাঁরা এখন তাঁর নেতা, তাঁরা যাতে রেগে না যায় সেজন্য বারবার দিল্লি গিয়ে তাঁদের সন্তুষ্ট করার চেষ্টা করছে৷’’

এদিকে বিধানসভা ফল ঘোষণা হওয়ার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু৷ রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ নিয়েও সওয়াল করেছেন তিনি৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু’ বার বৈঠক করেছেন৷ দেখা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও৷ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা৷ দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা৷ অন্যদিকে, দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিন সাংসদ নিশীথ প্রামাণিক, অর্জুন সিং ও সৌমিত্র খাঁ৷ 

অন্যদিকে, ববি হাকিম বলেন, ‘‘নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারা যে ধরনের কথা শুনতে চাইছেন, সেটাই বলছেন শুভেন্দু৷’’ পাশাপাশি তাঁদের কটাক্ষ, যাঁরা বড় কিছু পাওয়ার লোভে বিজেপি’তে গিয়েছিল, তাঁদের মোহভঙ্গ হয়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *