দ্বীপ বাঁচাতে ম্যানগ্রোভ রোপণ, চারাগাছে ফোঁটা দিলেন সুন্দরবনের মহিলারা

দ্বীপ বাঁচাতে ম্যানগ্রোভ রোপণ, চারাগাছে ফোঁটা দিলেন সুন্দরবনের মহিলারা

41c000047a616d404e0ba3303407ff7b

সুন্দরবন: ভাইয়ের কপালে ফোঁটা দিলেন৷ সঙ্গে ম্যানগ্রোভ চারাগাছকেও ফোঁটা দিলেন সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপের মহিলারা৷ কারণ, প্রাকৃতিক বিপর্যয় আর চোরা শিকারিদের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের বিকল্প নেই যে!

শনিবার ভাইফোঁটার দিনে এহেন ম্যানগ্রোভ চারাগাছকে ভাঁইফোঁটা দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাব ব্লকের বালি-২ দ্বীপের বৃহষ্পতি মণ্ডল,রাধারানি মণ্ডলরা। সুন্দরবনের ম্যানগ্রোভের গায়ে চন্দনের ফোঁটা, ফুল, দুর্ব্বা দিয়ে মঙ্গল কামনা জানিয়ে ভাইফোঁটা পালন করলেন তাঁরা৷ ফোঁটা দিলেন এলাকার ভাইয়ের কপালেও৷ একই সঙ্গে  মহিলারা মিলিত ভাবে সাড়ে দশ হাজার ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করে বিদ্যাধরী নদীর চড়ে।

এমন বিরল ভাইফোঁটা সম্পর্কে উদ্যোক্তা সংগঠনের অন্যতম সদস্য প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘‘অচিরেই বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী সুন্দরবন। তাই সুন্দরবনের নদীবাঁধ রক্ষা করা এবং ম্যানগ্রোভ রোপণ অত্যন্ত জরুরি। তাই গাছের সঙ্গে সাথে গ্রামের মহিলাদের ভাই-বোনের সম্পর্ক বন্ধনে আবদ্ধ করে ভাইফোঁটার মধ্য দিয়ে ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করা হয়েছে।’’

আয়লা, ফণি, বুলবুল, আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে সুন্দরবনে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে লক্ষ লক্ষ ম্যানগ্রোভ। পাশাপাশি রাতের অন্ধকারে চোরা শিকারীর হানায় দিনের পর দিন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বাদাবন ও দক্ষিণ রায়ের আস্তানা। তাই সুন্দরবনকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে বালি দুনম্বর দ্বীপের একটি সংগঠন। আগামী দিনে এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হবে বলে জানায় তারা। বৃক্ষরোপণ করে সুন্দরবন বাঁচানোর জরুরি বার্তা পৌঁছে দিতে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল তারা। তাদের উদ্যোগে এলাকার মহিলারা তৈরি করেছিল সাড়ে দশ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ চারা। ভাইফোঁটার শুভ দিনে সেই সাড়ে দশ হাজার ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করা হল বিদ্যাধরী নদীর চড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *