‘অশিক্ষিত উজবুক দিলীপকে বাঙালি ঘৃণা করবে’, বিস্ফোরক সৌগত

‘অশিক্ষিত উজবুক দিলীপকে বাঙালি ঘৃণা করবে’, বিস্ফোরক সৌগত

কলকাতা: ‘অশিক্ষিত’, ‘উজবুক’ বাছা বাছা বিশেষণে এবার বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ বললেন, ‘‘দিলীপ ঘোষ একটা অশিক্ষিত উজবুক৷ এই অকথা, কুকথা বলেই নাম কিনতে চায়৷ উনি  যেকথা রামকৃষ্ণ দেব এবং রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন, সেজন্য সমস্ত বাঙালি জাতি ওকে ঘৃণা করবে৷’’

দিলীপ ঘোষকে নিয়ে ইতিমধ্যেই আক্রমণের ধারা অব্যাহত রেখেছেন তাঁর দলেরই অন্যতম শীর্ষ নেতা তথাগত রায়৷ এবার সৌগতর দাবি, ‘‘ওর ওই (দিলীপ ঘোষ) অকথা, কুকথার  জন্যই ওকে সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷’’ একই সঙ্গে তাচ্ছিল্যের সুরে বলেছেন, ‘‘পদ হারিয়ে এখন আর পশ্চিমবঙ্গে উনি বলেন না! দিল্লিতে গিয়ে বলে!’’

রবিবার রাতে রাজারহাট নারায়নপুরে একটি ক্লাবের কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সাংসদ সৌগত রায়৷ সেখানেই দিলীপ ঘোষকে আক্রমণ করেন তিনি৷ একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন সহকর্মী শুভেন্দু অধিকারীর প্রতিও৷ সদ্য সমাপ্ত বিধানসভা উপ নির্বাচনে রাজ্যের চারটি কেন্দ্রের তিনটিতেই জামানত জব্দ হয়েছে গেরুয়া শিবিরের৷ ওই ঘটনায় ইভিএম বদলের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ ববিবার সেই প্রসঙ্গেই সৌগত রায় বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর কথার কোন গুরুত্ব নেই৷ উনি একটা গুরুত্বহীন লোক৷’’

বলেছেন, ‘‘ওর পার্টির তিনটি আসনে জমানত জব্দ হয়েছে বলে ও (শুভেন্দু) ইভিএম পাল্টানো হয়েছে বলে অভিযোগ করছে৷ উনি ইলেকশন কমিশনে গিয়ে ধর্না দিক৷ আমরা তো ভোট করিনি৷ ভোট করেছে ইলেকশন কমিশন৷ মানুষ ভোট দিয়েছে আমাদের৷ সেটা আমাদের দোষ হতে পারে না৷ তাই শুভেন্দু অধিকারীর সব কথা উপেক্ষা করা উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *