‘কাজের সুযোগ’ পেলেন বাবুল! প্রথম অ্যাসাইনমেন্টে যাচ্ছেন গোয়া

‘কাজের সুযোগ’ পেলেন বাবুল! প্রথম অ্যাসাইনমেন্টে যাচ্ছেন গোয়া

কলকাতা: দল বদলের সময় জানিয়েছিলেন কাজ করতে পারছেন না৷ অবশেষে কাজ করার সুযোগ পেলেন বাবুল সুপ্রিয়৷ প্রথম অ্যাসাইনমেন্টই গোয়া! রবিবার সকালে কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বাবুল সুপ্রিয়।

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় নিজেই জানালেন, ‘‘খুব ভালো লাগছে৷ আমি কাজ করতে চেয়েছিলাম। দিদি যে দায়িত্ব দিয়েছে আমার খুব পরিচিত জায়গা৷ বহু গানের প্রোগ্রাম করেছি৷ তবে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট কখনও করিনি। গত বছর এবং তার আগের বছর ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন আমি করেছিলাম গোয়াতে।’’

খানিক থেমে যোগ করলেন, ‘‘গোয়ায় তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করবে৷ অনেক বড় নেতারা তৃণমূলের জয়েন করেছেন৷ দিদি যাচ্ছেন ২৯ তারিখে৷ আমার মনে হয় খুব ভালো হতে চলেছে। সৌগতদা, ডেরেক সাথে থাকবে৷ এটাই আমার প্রথম রাজনৈতিক অ্যাসাইনমেন্ট।’’

একই সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ প্রসঙ্গেও মুখ খুলেছেন বাবুল৷ বলেছেন, ‘‘খুব এক্সাইটেড আমি৷ হোটেলে জেনে নিয়েছি যে চ্যানেলের এইচডি টা আছে কিনা৷ আমি অবিয়েসলি যে কাজে যাচ্ছি সেই কাজটা শেষ করে আজকে অনেকগুলো প্রিমিয়ার লিগে ভালো ভালো ম্যাচ আছে৷ কাজগুলো শেষ হওয়ার পরে নিশ্চয়ই ম্যাচগুলো দেখব।’’

প্রসঙ্গত, বাবুলকে সঙ্গে নিয়ে এদিনই কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সাংসদ সৌগত রায়। যাওয়ার আগে ত্রিপুরা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি৷ বলেছেন, বিজেপি ভাবছে আক্রান্ত করে আমাদের দমিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রমণ হয়েছে৷ সুস্মিতা দেব আক্রান্ত হয়েছে ৷তার আগে দোলা সেন আক্রান্ত হয়েছে। এছাড়া আরো যারা গিয়েছিল তারা সবাই আক্রান্ত হয়েছে৷ এই করে বিজেপি তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। আমরা ত্রিপুরা এগোব৷ শেষ পর্যন্ত ক্ষমতা দখল করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =