দলত্যাগবিরোধী আইন প্রয়োগ হোক, সুনীলের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি সুদীপের

খারিজ করা হোক সুনীল মণ্ডলের সাংসদ পদ, এমন দাবি তুলে লোকসভার অধ্যক্ষকে লেখা হয়েছে চিঠি। 

 

কলকাতা: বিগত কয়েক সপ্তাহের দলবদলের যেন ঝড় চলেছে পশ্চিমবাংলায়। একের পর এক তৃণমূল বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এদের মধ্যে রয়েছেন সুনীল মণ্ডল। এবার তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে চেয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। খারিজ করা হোক সুনীল মণ্ডলের সাংসদ পদ, এমন দাবি তুলে লোকসভার অধ্যক্ষকে লেখা হয়েছে চিঠি।

অনেক সাংসদ একসঙ্গে দল ত্যাগ করলে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা যায় না। তবে যেহেতু সুনীল মণ্ডল একা দল ত্যাগ করেছেন, তাই তার সাংসদ পদ খারিজ করার দাবি তুলে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন বিধায়ক বা সাংসদ দল ত্যাগ করলে তাকে বহিষ্কার করা যেতে পারে। কিন্তু বহিষ্কার করা হলে সুনীল মণ্ডল সাংসদ থেকে যাবেন, পরে এই নিয়ে বিড়ম্বনা বাড়বে তৃণমূল কংগ্রেসের মধ্যেই। তাই তাঁকে বহিষ্কারের পথে যেতে চাইছে না দল। সেই কারণে তাঁর সাংসদ পদ খারিজ করার দাবি তোলা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে লোকসভার অধ্যক্ষকে। এইভাবে সর্বোচ্চ মূলক শাস্তি প্রয়োগ করে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

এদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। তিনি দাবি করেন, আরো ১৬ জন তৃণমূল কংগ্রেস সংসদে যোগ দেবেন বিজেপিতে! এছাড়াও তিনি আত্মবিশ্বাসী হয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দলটার কোন অস্তিত্ব থাকবে না, ৩ নম্বরে নেমে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদিও কোন কোন তৃণমূল কংগ্রেস সাংসদ বিজেপিতে যোগদান করতে চলেছেন সেই ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি সুনীল মণ্ডল। উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের নাম নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছিলেন বেশ কয়েক জন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছে। এখন সুনীল মণ্ডল একই ধরনের মন্তব্য করায় স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চলেছে বঙ্গ রাজনীতিতে। একইসঙ্গে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =