অনুব্রত নেই! তবে আসানসোল ভোটে বিলোচ্ছে গুড়, বাতাসা, নকুলদানা

অনুব্রত নেই! তবে আসানসোল ভোটে বিলোচ্ছে গুড়, বাতাসা, নকুলদানা

f52f2af84e1ccad6fb7c1df5c64d8710

আসানসোল: বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপর৷ তবে তিনি আপাতত অসুস্থ৷ ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে৷ কিন্তু তাঁর দেওয়া দাওয়াই অ্যাপ্লাই করে চলেছেন দলীয় কর্মীরা৷ তাঁর নির্দেশ মতোই গুড়, বাতাসা এবং নকুলদানা বিলোচ্ছেন তাঁরা৷ আসানসোলের বিভিন্ন এলাকায় ধরা পড়ল সেই ছবি৷ 

আরও পড়ুন- উত্তেজনার আবহে ভোটের হার কত? পিছিয়ে বালিগঞ্জ

আসানসোলের জামুড়িয়ার মণ্ডলপুর গ্রামে রয়েছে ৮২ এবং ৮৩ নম্বর বুথ৷ সেখানে শিবির গড়ে ভোটারদের গুড়, বাতাসা এবং নকুলদানা বিলোচ্ছেন তৃণমূল কর্মীরা। ওই শিবিরে থাকা পিন্টু দত্ত নামে এক তৃণমূল কর্মী অনুব্রতর সুরে বলেন, ‘‘গুড় শরীর এবং মনকে শান্ত রাখে। এই গরমের মধ্যে মানুষ ভোট দিতে আসছেন। তাঁদের মন শান্ত রাখতেই এই ব্যবস্থা। যাতে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।’’ তিনি আরও বলেন, ২০১৪ এবং ২০১৯ সালে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। যাঁকে এখানকার মানুষ জিতিয়েছিলেন তিনি এখন তৃণমূলে। তাই আমরা মানুষের মনকে শান্ত রাখার চেষ্টা করছি। যাতে তাঁরা সুন্দর ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।’’ আরও এক তৃণমূল কর্মীর কথায়, ‘‘এখানে ভোটের দায়িত্ব কেষ্ট’দা দায়িত্বে ছিলেন। আমরা ওঁর দেখানো পথেই মানুষকে গুড়, বাতাসা এবং নকুলদানা দিয়ে মানুষের সেবা করছি। দাদা এখানে নেই৷ কিন্তু, আমরা দাদার মতোই কাজ করছি।’’