বেশি মৃত্যু তৃণমূল কর্মীদেরই হয়েছে! বিজেপিকে নিশানা শাসক দলের

বেশি মৃত্যু তৃণমূল কর্মীদেরই হয়েছে! বিজেপিকে নিশানা শাসক দলের

কলকাতা: উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পঞ্চায়েত ভোটের সকাল শুরু হয়েছে হিংসা দিয়ে এবং তা এখনও জারি আছে। রাজ্যের অধিকাংশ জেলা থেকেই মৃত্যুর খবর এসেছে আজ। বিজেপি এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেছে যে, ভোটদান শুরুর প্রথম ৩ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে বাংলায়। এই ক্ষেত্রে শাসক শিবির এবং রাজ্য সরকারকেই নিশানা করে বিজেপির দাবি, তারা হিংসার রাজনীতি করছে। পুরোপুরি ব্যর্থ প্রশাসন সামলাতে। যদিও এর পাল্টা দিয়ে তৃণমূলের দাবি, সবথেকে বেশি মৃত্যু তৃণমূল কর্মীদেরই হয়েছে।

এদিন টুইট করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘গণতন্ত্রের হত্যা হয়েছে বাংলায়। ৮ জনের মৃত্যু হয়েছে তিন ঘণ্টায়।’ এই লেখনীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও পোস্ট করেছে তারা। এই পোস্টের পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, যে ৮ জনের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে ৬ জনই তৃণমূল কর্মী। বিজেপির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বিজেপি দ্বিচারিতা করছে বলেও দাবি করেন কুণাল। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =