‘আক্রান্ত’ দিলীপ, প্রতিবাদে নবান্ন অভিযান বিজেপির, খবর নিলেন অমিত শাহ

‘আক্রান্ত’ দিলীপ, প্রতিবাদে নবান্ন অভিযান বিজেপির, খবর নিলেন অমিত শাহ

কলকাতা: ফের সংবাদ শিরোনামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তবে এবার কোন বিতর্কিত মন্তব্য নয়, খোদ তৃণমূলী বাহিনীর হাতে আক্রান্ত হয়ে শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ রাজারহাটে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নিন্দায় সরব কংগ্রেস ও সিপিএম৷ আক্রান্ত দিলিপের খোঁজখবর নিতে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ তৃণমূল বাহিনীর হাতে দিলীপ ঘোষের আক্রমণের প্রতিবাদে নবান্ন অভিযানের চেষ্টা বিজেপি সমর্থকদের৷ ব্রেবোর্ন রোড বিজেপি কর্মীদের বাধা পুলিশের৷

আজ সকালে রাজারহাটে তৃণমূল কর্মীদের কর্মীদের হাতে আক্রান্ত হন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ জানা গিয়েছে, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ৷ অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী বিজেপি সভাপতির চা-চক্রে হাজির হন৷ সেখানে দিলীপ ঘোষের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বাহিনীর বিরুদ্ধে৷ প্রথমে বচসা পরে গালাগালি, গাড়ি ভাঙচুর, ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেড়ে যায়৷ পরে দিলীপ ঘোষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা৷ গোটা হামলার পিছনে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

হামলার কথা জানাজানি হতেই দিলীপ ঘোষকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ফোন করে অমিত শাহ তাঁর কাছ থেকে বিশদে জানতে চেয়েছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষের উপর তৃণমূল বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ ‘সামান্য ঘটনা’, প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের লোকসভার দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷ এত নিরাপত্তা সত্ত্বেও কেন আক্রান্ত হলেন দিলীপ ঘোষ? পাল্টা প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷

গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাজ্যজুড়ে বিক্ষোভ, পথ অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মীরা৷ জেলায় জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি৷ দিলীপ ঘোষের হামলার অভিযোগে বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ব্রেবোর্ন রোড৷ দ্বিতীয় হুগলি সেতুর উপর উত্তেজিত বিজেপি কর্মীদের আটক করে পুলিশ৷ বিনা অনুমতিতে জমায়াতের অভিযোগ তুলে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিজেপি কর্মীদের নবান্ন অভিযান রুখে দেয়৷ দ্বিতীয় হুগলী সেতু ফাঁকা করে দেয় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *