সাত সকালে জয়নগরে শুটআউট, মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীহানায় নিহত তৃণমূল নেতা

কলকাতা: কালীপুজোর রাত পেরতেই রক্তবন্যা। সোমবার ভোররাতে জয়নগরে গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে৷ মসজিদে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রামের ঘটনা। সইফুদ্দিন লস্কর (৪৩) ছিলেন বামনগাছি গ্রামের পঞ্চায়েতের সদস্য৷ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন তিনি। সইফুদ্দিনর স্ত্রীও তৃণমূল নেত্রী৷ তিনি বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন সইফুদ্দিন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গুলি গিয়ে লাগে তাঁর কাঁধে৷ রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর৷