Aajbikel

পিকনিক থেকে ফিরে ঘরবন্দি, উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ

 | 
tmc

নৈহাটি: বন্ধুদের সঙ্গে পিকনিক গিয়েছিল তৃণমূল কর্মী হিসেবে পরিচিত নৈহাটির ১৮ নম্বর ওয়ার্ডের শ্যামাসুন্দরী এলাকার বাসিন্দা সৌম্যকান্ত বিশ্বাস। কিন্তু বাড়ি ফেরার পর আত্মহত্যা করল সে! ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চমকে গিয়েছে পরিবার এবং সৌম্যর বন্ধুরা। কী কারণে এই ঘটনা ঘটালো সে তা কিছুতেই বুঝতে পারছে না কেউ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিল। বাড়ি ফিরে আসার পর খোশ মেজাজে ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ ফেসবুক করে সৌম্য লেখে, ‘ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়।’ এই ফেসবুক পোস্ট দেখেই তার বন্ধুদের সন্দেহ হয় এবং তারা সঙ্গে সঙ্গে সৌম্যর বাড়ি পৌছয়। সেখানে গিয়ে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সৌম্যকে আর বাঁচানো সম্ভব হয়নি। সবাই এই আকস্মিক ঘটনায় হতবাক। কেউ কিছুই বুঝতে পারছে না যে কেন এই ঘটনা ঘটল।

এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিল সে। পরিবারের এক সদস্যের কথায়, তৃণমূলের কোনও নেতা-কর্মী ওকে চিনতেন না এমন নয়। প্রত্যেকে ওকে সম্মান করতেন। অন্যদিকে এলাকার বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন, কোনও ব্যক্তিগত জায়গা থেকে এই ঘটনা ঘটেছে। ও তিন দিন আগে একটা সমস্যার কথা বলেছিল বলেও জানান তিনি। এখন সৌম্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নৈহাটি থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Around The Web

Trending News

You May like