বীরভূমে ফের খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নেপথ্য গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত

বীরভূমে ফের খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নেপথ্য গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত

মল্লারপুর: বীরভূমের মল্লারপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু৷ খুনের অভিযোগ এনে দলেরই এক সদস্যের বিরুদ্ধে আঙুল তুলেছে নিহত নেতার পরিবার৷ যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতার৷ 

আরও পড়ুন- ‘জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রী অপমানিত হয়েছিলেন’, দাবি দিলীপের

ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের নিহত তৃণমূল সদস্যের নাম কাজি নুরুল হাসান ওরফে আকাশ৷ পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় ময়ূরেশ্বরের বাড়ি থেকে মল্লারপুরে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ৷ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যপ হয় আকাশের৷ পরিবারের দাবি, সংগঠনে গুরুত্ব বাড়ায় দলেরই এক নেতার রোষের মুখে পড়েছিলেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যকে৷ মৃত তৃণমূল নেতার স্ত্রী মৌসুমী বিবি বলেন, ‘‘রাতে মল্লারপুরে গিয়েছিল৷ ফোন করলেও, তা ধরেননি৷ কোনও দুর্ঘটনা নয়, কেউ আমার স্বামীকে খুন করেছে৷ কে মেরেছে জানি না৷ এটা পার্টিগত ব্যপার৷ তবে ওঁকে খুন করা হয়েছে৷’’ তিনি আরও জানান, তাঁর স্বামীকে বাড়িতে এসে দলের লোকজন একবার হুমকি দিয়ে গিয়েছিলেন৷

মৃত তৃণমূল নেতার কাকা আবুল কালাম আনসার বলেন, পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব ছিল৷ তাঁর কথায়, আকাশ যে ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিল, সেই ওয়ার্ডেও তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছিল না৷ ভালো কাজ করতে দেয়নি৷ পয়সা লুটেপুটে খাওয়ার চেষ্টা করত ওরা৷ এর আগে দু’বার বাড়িতে আক্রমণ হয়েছে৷ তাঁর দাবি, মোশারফ খানের লোকই আকাশকে খুন করেছে৷ 

যদিও গোষ্ঠী দ্বন্দ্বের কথা খারিজ করে দিয়েছেন ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক৷ অন্যদিক, স্থানীয় নেতা মুরশেদ খান ওরফে মোশারফের বক্তব্য, কী হয়েছে, না হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখুক৷