tmc
কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করার পর রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিল তৃণমূল কংগ্রেস। এদিন রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে এসে ধর্না মঞ্চ থেকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি জানিয়েছেন, আরও ২৪ ঘণ্টা ধর্না করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলীয় নেতৃত্ব এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ধর্না তুলে নিচ্ছেন। কেন, আরও একদিন ধর্না করতে চেয়েছিলেন, সেটাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজভবনের আজকের বৈঠক ইতিবাচক হয়েছে বলে দুই পক্ষই জানিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল বোস এবং তিনি আশ্বাস দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। ধর্না মঞ্চ থেকে অভিষেক জানান, রাজ্যপালকে তারা ৩ সপ্তাহ সময় দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য। কিন্তু রাজ্যপাল নিজেই ২৪ ঘণ্টার কথা বলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক জানান, কেন্দ্রের উত্তরের অপেক্ষায় তিনি চেয়েছিলেন আগামী ২৪ ঘণ্টা ধর্না জারি রাখতে। কিন্তু অবশেষে দলীয় নেতৃত্বের নির্দেশে তিনি তা রাখলেন না। তাঁর কথায়, রাজ্যপাল যে সৌজন্যতা দেখিয়েছেন, তার পাল্টা সৌজন্য বাংলা তাঁকে দেখাবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার আগে তিনি তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন যে, তাঁর সাধ্যমতো তিনি করবেন এবং বাংলার মানুষের পক্ষে যা করার তা করতে চেষ্টা করবেন। ধর্না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানান, রাজ্যপালের এই তৎপরতাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং চাইছেন ২১ লক্ষ ভুক্তভোগী, শোষিত, অত্যাচারিত মানুষ যাতে প্রাপ্যটুকু পান।