কলকাতা: কলকাতা পুরভোট আবার দাপুটে জয় দেখাল বাংলার শাসক শিবিরের। তথ্য বলছে, ৭২ শতাংশেরও বেশি ভোট পেয়ে কলকাতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে, তাৎপর্যপূর্ণ ব্যাপার বিজেপির থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থান দখল করেছে সিপিএম। ভোট শতাংশও বেড়েছে লাল বাহিনীর। ওয়ার্ড ভিত্তিক ফলে দেখা যাচ্ছে সবুজ ঝড়, যা অত্যন্ত স্বাভাবিক।
কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে, ১ থেকে ২১ নম্বর ওয়ার্ড, ২৪ থেকে ৪২ নম্বর ওয়ার্ড, ৪৪ নম্বর ওয়ার্ড। এদিকে, ৪৬ থেকে ৪৯ নম্বর ওয়ার্ড, ৫১ থেকে ৯১ নম্বর ওয়ার্ড, ৯৩ থেকে ১০২ নম্বর ওয়ার্ড, ১০৪ থেকে ১৩৪ নম্বর ওয়ার্ড। আবার ১৩৬ নম্বর ওয়ার্ড। পাশাপাশি, ১৩৮ থেকে ১৪০ নম্বর ওয়ার্ড, ১৪২ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড। ফলেই বোঝা যাচ্ছে যে পুরভোটে দাপটের সঙ্গে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনী। তাই জন্যই আজ বিজেপির রাজ্য অফিস কার্যত ফাঁকা। সেখানের সামনে দিয়ে দলীয় পতাকা উড়িয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অন্যদিকে, বিজেপির রাজ্য অফিসের সামনে দিয়েই গিয়েছে তৃণমূলের বিজয় মিছিল।
পুরভোটের যা ফল তাতে আসনে এগিয়ে থাকলেও ভোট প্রাপ্তিতে বামেদের থেকে পিছিয়ে বিজেপি। ভোট এবং আসন কমেছে কংগ্রেসেরও। এদিকে, তৃণমূলের ভোট শতাংশ অনেকটা বেড়েছে আগের নির্বাচন থেকে। অন্যদিকে, বিজেপির প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ ভোট কমেছে! তাৎপর্যপূর্ণভাবে, সিপিএমের ভোট বিধানসভার নিরিখে আপাতত বেড়েছে ৮ শতাংশের মত। যা অবশ্যই বামেদের একলা চলো নীতির সাফল্য। হিসেব বলছে, ১৪৪টি আসনের মধ্যে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস দ্বিতীয় হয়েছে ১৫টি ওয়ার্ডে।