চরম বিক্ষোভ-অশান্তির মাঝেই জেলাস্তরে ‘সবুজ ঝড়’, উৎসবে মাতছে তৃণমূল

চরম বিক্ষোভ-অশান্তির মাঝেই জেলাস্তরে ‘সবুজ ঝড়’, উৎসবে মাতছে তৃণমূল

কলকাতা: পঞ্চায়েত ভোটের ঘোষণা হওয়ার পর থেকে আজ গণনার দ্বিতীয় দিন পর্যন্ত রাজ্যজুড়ে হিংসা থামেনি। একের পর এক মৃত্যুর খবরও আসছে। এছাড়া জায়গায় জায়গায় ভাঙচুর, গুলি চালানো, বোমাবাজির ঘটনা তো স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে জেলায় জেলায় উড়ছে সবুজ আবীর। কারণ অধিকাংশ জায়গাতেই তৃণমূলের জয়জয়কার হয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই জেলা পরিষদে ছক্কা হাঁকিয়েছে ঘাসফুল শিবির। যদিও গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগের কোনও শেষ নেই। 

আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ জায়গাতেই নিরঙ্কুশ সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে শুরু করে মালদহ, দুই বর্ধমান, বীরভূম, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সব জায়গায় জয় পেয়েছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয় এসেছে তাদের, আবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদেও নিরঙ্কুশ জয় তৃণমূলের, ২১টি আসনই তাদের ঝুলিতে। জেলা পরিষদের মতোই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতেও সবুজ ঝড় লক্ষ্য করা যাচ্ছে। ২২টি জেলায় ৩৩৯টি ভোট গণনাকেন্দ্রে পঞ্চায়েতের রায় ঘোষণা চলছে। 

তথ্য বলছে, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত তৃণমূল এগিয়ে/জয়ী ৪১ হাজার ৬৬৫ আসনে। বিজেপির কার্যত দখলে ৯ হাজার ৩৬৮ আসন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনে তৃণমূল এগিয়ে ৫ হাজার ৯৯৮ আসনে, বিজেপি এগিয়ে ৬৮২ আসনে। আর জেলা পরিষদের ৯২৮ আসনে তৃণমূল এগিয়ে ৭২১টিতে, বিজেপি ২৮টিতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =