২-২ থেকে একেবারে ৪-০! উপনির্বাচনে কার্যত বিধ্বস্ত বিজেপি

২-২ থেকে একেবারে ৪-০! উপনির্বাচনে কার্যত বিধ্বস্ত বিজেপি

কলকাতা: মে মাসে যখন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় তখন ৪ কেন্দ্রের ফলাফল ছিল ২-২। ঠিক ছয় মাসের মধ্যেই খেলা বদলে গেল! যে ৪ কেন্দ্রের উপনির্বাচন সংঘটিত হয়েছে সেই ৪ কেন্দ্রেই কার্যত ধুলিস্যাৎ হল বিজেপি। মোটামুটি সবকটিতেই জয় পাকা তৃণমূল কংগ্রেসের, গোসাবা কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে তারা। অর্থাৎ এখন ফলাফল দাঁড়ালো ৪-০! কয়েক মাসের মধ্যেই বিজেপির এমন দুর্দশা রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেক আলোচনা বাড়িয়ে দিয়েছে। ‌‌

বিধানসভা নির্বাচনে অবশ্য বিজেপি যে দাবি করেছিল সেই দাবি মতো ফলাফল হয়নি একেবারেই। ২০০ আসনের দাবি করা বিজেপি পেয়েছিল ৭৭ আসন আর এখন সেই সংখ্যাও কমে এসেছে ব্যাপকভাবে। তাই এই চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি অনেক কিছু প্রমাণ করতে পারত। কিন্তু গত মাসে হয়ে যাওয়া তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে যে ফল করেছে বিজেপি আজও সেই একই ফল হলো তাদের। সেবারেও ৩-০ স্কোরে হেরেছিল বিজেপি, আর আজ ৪-০। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোসাবা কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল। অন্যদিকে খড়দহে প্রায় ৭০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ঘাসফুল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। শান্তিপুর এবং দিনহাটায় বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। দুই কেন্দ্রেই রেকর্ড মার্জিনে জিততে চলেছে ঘাসফুল শিবির তা মোটামুটি এখন স্পষ্ট। ‌‌

প্রসঙ্গত, বিধানসভা ভোটে গোসাবা এবং খড়দহ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী৷ ফলে গোসাবা ও খড়দহে ছিল তৃণমূলের জেতা আসন৷ এই দুই কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুর জেরেই এখানে উপনির্বাচন হচ্ছে৷ কিন্তু শান্তিপুর ও দিনহাটা আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ দিনহাটা থেকে জিতেছিলেন নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার৷ তবে তাঁর সাংসদ পদ ধরে রাখায় ফাঁকা হয়ে যায় এই দুটি কেন্দ্র৷ কিন্তু উপনির্বাচনে সবুজ ঝড়ে কার্যত অস্তমিত গেরুয়া সূর্য৷ এই দুটি কেন্দ্রও এবার আসতে চলেছে শাসক দলের ঝুলিতে৷ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =