‘হকি খেলে’ পাঁচে পাঁচ কেষ্টার! সকাল থেকেই অনুব্রত ব্যস্ত পুজোপাঠে

‘হকি খেলে’ পাঁচে পাঁচ কেষ্টার! সকাল থেকেই অনুব্রত ব্যস্ত পুজোপাঠে

বীরভূম:  পুরভোটের ফলেও রাজ্য জুড়ে সবুজ ঝড়৷ একের পর এক পুরসভা দখল নিচ্ছে তৃণমূল৷ প্রত্যাশিত ভাবেই নিজের গড় ধরে রাখলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ ভোটের আগেই তিনি জানিয়েছিলেন, সবকটি পুরসভাতেই তৃণমূল জিতবে৷ ফল প্রকাশের পর সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল৷ একেবারে পাঁচে পাঁচ৷ ফল প্রকাশের পর বিরোধীদের কটাক্ষ, দারুণ হকি খেলে দিলেন অনুব্রত৷ 

আরও পড়ুন- বীরভূমে সবুজ সুনামি! ৯৩টি ওয়ার্ডের ৯২টিই তৃণমূলের

উল্লেখ্য, ভোটের আগে থেকেই খেলা শুরু হয়েছিল বীরভূমে৷ বহু বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা পর্যন্ত দিতে দেওয়া হয়নি৷ এমনকী বিজেপি প্রার্থীদের আটকে রাখা হয়েছিল বলেও মারাত্মক অভিযোগ ওঠে৷ অভিযোগের আঙুল ছিল কেষ্টার দিকে৷ যদিও অনুব্রতর পাল্টা দাবি ছিল, বিরোধীদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে৷ 

ভোটের আগেই কার্যত তৃণমূল জিতে গিয়েছিল সিউড়ি, দুরবাজপুর, রামপুরহাট পুরসভাতে৷ একাধিক ওয়ার্ডে বিরোধী প্রার্থীর অস্তিত্বই ছিল না৷  দলের এই ফলাফলে স্বভাবতই খুশি অনুব্রত মণ্ডল। আজ সকাল থেকে তিনি ব্যস্ত ছিলেন পুজোপাঠ নিয়ে৷ বেলার দিকে নিজের বাড়ির নীচে থাকা তৃণমূলের পার্টি অফিসে আসবেন বলে খবর৷ সেখানেই তৃণমূলের তরফে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। তাতে অংশ নিতে পারেন কেষ্ট৷ ইতিমধ্যে তৃণমূলের জয়ী প্রার্থীরা এক এক করে অনুব্রত মণ্ডলের বাড়িতে আসছেন। জড়ো হচ্ছেন তৃণমূলের কর্মীরাও। উল্লেখ্য,  পুরভোটে হকি খেলার হুঙ্কার দিয়েছিলেন তিনি।