Aajbikel

বাংলায় কংগ্রেসকে দু’টি আসন ছাড়তে রাজি তৃণমূল, একটি সিপিএম পেলে আপত্তি নেই মমতার

 | 
মমতা

কলকাতা:  মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে আসন বন্টন নিয়ে আলোচনার পর পশ্চিমবঙ্গে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি হয়েছে তৃণমূল৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে তারা কাকে ‘বন্ধু’ হিসাবে বেছে নেবে,  সেটা সম্পূর্ণই তাদের উপর নির্ভরশীল৷  কারণ, এক দিকে সম্ভাব্য তিরিশটি আসনেই জয়ী হবে এমন দল, অন্য দিকে রয়েছে একটাও আসন না পাওয়া বাম৷ এবার বিচার বিবেচনা করে তাঁরা সিদ্ধান্ত নিক। সাফ বার্তা তৃণমূলের৷ 


তৃণমূল নেতৃত্বের স্পষ্টই জানিয়েছে, কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ধরতে চায়,  তাহলে তাদের দু’টি আসন ছেড়ে দেওয়া হবে। তার বেশি আসন দেওয়া সম্ভব নয়। সেই দুটি আসনের মধ্যে যদি কংগ্রেস একটি সিপিএম-কে দিতে চায়, তাহলে আপত্তি নেই তৃণমূলের।


এমন সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক ঔদ্ধত্য বলে মনে করতে পারেন৷ তবে তৃণমূল তা মানতে নারাজ৷ সূত্রের কথায়, নির্দিষ্ট সূত্রের মাধ্যমেই আসন রফা করতে চাইছে দল৷ সে কথা অন্যান্য দল গুলিকে জানিয়েও দেওয়া হয়েছে। যে সব রাজ্যে আসন নিয়ে দরকষাকষির সম্মুখীন হতে হবে, বা ইতিপূর্বে যেখানে জোট নেই, সে সব রাজ্যে তিনটি মানদণ্ড ধার্য করা হয়েছে। প্রথমত, গত বারের লোকসভা ভোটের ফল৷ দ্বিতীয়ত, গত বারের বিধানসভা ভোটের ফল  এবং তৃতীয়ত, গত বারের লোকসভা ও বিধানসভা ভোটের ফলেপ সমন্বয়৷’’ আর এই তিনটি মানদণ্ডের বিচারে পশ্চিমবঙ্গে যে তৃণমূলই আসন রফা নিয়ে শেষ কথা বলবে, তা স্পষ্ট। 

Around The Web

Trending News

You May like