কলকাতা: শুক্রবার কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আগামী বছরের লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি কী হবে তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী দিনে তৃণমূলের রাজনৈতিক অবস্থান ঠিক কী হতে চলেছে সেই বিষয়ে তারা আভাস দেন।
আরও পড়ুন- ব্রেকিং: টলিউডের দুর্নীতির যোগ, কুন্তলের সাড়ে ৬ কোটি টাকার লেনদেন
এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্বের তরফে স্পষ্ট করা হয় যে, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে তারা দেশের আঞ্চলিক বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। জানান হয়েছে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পর আগামী ২৩ মার্চ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও তৃণমূল নেতা সুদীপ এবং নেত্রী চন্দ্রিমা পরিষ্কার করে জানান, বিরোধী কংগ্রেস ও সিপিএম রাজ্যে বিজেপির সঙ্গে একজোট হয়ে কাজ করে দলকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে। তবে রাজ্যে দল একাই চলবে বলে ঠিক হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দেবকে নতুন দায়িত্ব মুখ্যমন্ত্রীর! CM Mamata makes Dev brand ambassador of Bengal tourism” width=”560″>
একই সঙ্গে দুর্নীতি ইস্যু নিয়েও এদিন মুখ খোলে তৃণমূল নেতৃত্ব। তাঁরা বলেন, তৃণমূল দুর্নীতির সঙ্গে আপোশ করবে না৷ কার বিরুদ্ধে কী ব্যবস্থা তা সঠিক সময়ে জানানো হবে৷ যথা সময়ে সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি৷ দুর্নীতি ইস্যুতে দলের অবস্থান জিরো টলারেন্স৷ ইতিমধ্যেই গ্রেফতার হওয়া দুই যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে দল। বাকিদের নিয়ে অবস্থান এখনও স্পষ্ট হয়নি।