১৬ হাজার কোটি বকেয়া! ‘অন্যভাবে’ হলেও দিল্লিতেই কর্মসূচি তৃণমূলের

১৬ হাজার কোটি বকেয়া! ‘অন্যভাবে’ হলেও দিল্লিতেই কর্মসূচি তৃণমূলের

tmc

কলকাতা: রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। সেই টাকা আদায়ের জন্য দিল্লিতে যে আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস তা হচ্ছেই। এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখান থেকেই তারা স্পষ্ট করে দেব, বকেয়া টাকা পেতেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে কর্মসূচি করার অনুমতি না মিললেও অন্যভাবে হবে এই কর্মসূচি। 

গত ২১ জুলাই একটি কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন বকেয়া আদায়ে দিল্লিতে একটি কর্মসূচি হবে। রামলীলা ময়দানে সেই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা থাকলেও দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। কিন্তু এদিন তৃণমূল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছে, অন্যভাবে হলেও দিল্লিতে এই কর্মসূচি করা হবে। একশো দিনের কাজ থেকে শুরু করে পেনশন যোজনা, গ্রাম সড়ক যোজনার, বাংলার আবাস যোজনার মতো প্রকল্পের মোট ১৬ হাজার কোটি টাকা থেকে রাজ্য বঞ্চিত। সেই টাকা ফেরত পেতেই এই পদক্ষেপ। 

আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রামলীলা ময়দান না পেলে যন্তর মন্তর বা তালকাটরা স্টেডিয়ামের কথা বিকল্প হিসেবে ভাববে তৃণমূল। তবে ২ অক্টোবরই এই কর্মসূচি করবে তারা। এদিন অবশ্য অন্য এক কারণে পুলিশের কাছে অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেস। যাঁরা ধর্নায় শামিল হবেন, তাঁদের রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। এই প্রেক্ষিতেই দরিয়াগঞ্জ থানার ডিসিপি-কে চিঠি লিখেছে তারা। দেখা যাক, সেই অনুমতি মেলে কিনা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =